SSC Recruitment 2024 : স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে ৩৭১২টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ ।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1QAp41HNFCk–DL2MF08q7KKtXfv_-49h/view?usp=sharing
পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি, পরীক্ষার সিলেবাস বিষয়ে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হয়েছে।

পদের নাম :
- Data Entry Operator,
- Lower Division Clerk,
- Junior Secretariat Assistant এই সমস্ত পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
শূন্যপদ : মোট শূন্যপদ ৩,৭১২ টি রয়েছে ।
বেতন :
পদের নাম | বেতন সীমা |
Lower Division Clerk / Junior Secretariat Assistant | 19,900-63,200 |
Data Entry Operator (DEO) | 25,500-81,100 |
Data Entry Operator, Grade “A‟ | 25,500-81,100 |
বয়স সীমা : চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে। বয়স হিসাব করতে হবে ০১/০৮/২০২৪ তারিখ অনুযায়ী। আগ্রহী প্রার্থীদের জন্ম তারিখ ০২/০৮/১৯৯৭ থেকে ০১/০৮/২০০৬ হতে হবে।
বয়সের ছাড় :
SC | 05 Years |
ST | 05 Years |
OBC | 03 Years |
PWD | 10 Years |
শিক্ষাগত যোগ্যতা :
- আগ্রহী প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।
- এখানে তিনটি পোস্টে ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাস চাওয়া হয়েছে, আপনারা আবেদন করার আগেই অবশ্যই এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে সমস্ত তথ্য দেখুন।
আবেদন পদ্ধতি : আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে।
- সর্বপ্রথম সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
Click here for Official Notification : https://ssc.gov.in/
- এরপর প্রার্থীকে রেজিস্ট্রেশন নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
-
Click here for Apply Online
Click here for 1st Time Registration or Already Registered Candidates for Online Application : https://ssc.gov.in/login
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে লগইন করে বাকি সমস্ত ফর্ম ফিলাপ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি অনলাইনে পেমেন্ট করে ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : চাকরিপ্রার্থীদের এখানে তিনটি ধাপে নিয়োগ করা হবে।
- সর্ব প্রথমে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
- দ্বিতীয়ত কম্পিউটার বেস্ট টেস্ট প্রার্থীদের নেওয়া হবে।
- সর্বশেষে যে সমস্ত চাকরিপ্রার্থী এই দুটি পরীক্ষায় পাশ করবেন তাদের স্কিল টেস্ট নেওয়া হবে।
- এরপর প্রার্থীকে কাজে নিযুক্ত করা হবে।
আবেদন ফি :
- SC/ST/PWD চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
- Gen/OBC পুরুষ প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ :
অনলাইনে ০৮/০৪/২০২৪ তারিখ থেকে আবেদ ন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে ০৭/০৫/২০২৪ তারিখ থেকে। অবশ্যই চাকরি প্রার্থীরা আবেদন শেষ হওয়ার আগে আবেদন সম্পন্ন করবেন।