Tata Capital Pankh Scholarship 2024 : মোটা টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা গ্রুপ !!! আবেদন করবেন কিভাবে বিস্তারিত দেখুন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Tata Capital Pankh Scholarship 2024 : ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টাকা-পয়সা আর কোন বাধা হয়ে দাঁড়াবে না। কারণ এই সকল পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে টাটা গ্রুপ। ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাতে এই প্রজন্মের দুস্থ ছাত্র-ছাত্রীদের অনেক বড় উপকার হবে।

দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন রতন টাটা। আর এই স্কলারশিপের দেওয়া হয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ।

কারা আবেদন জানাতে পারবেন :

  • টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা।
  • তবে সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • শুধু তাই নয়, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে আবেদনকারীকে।
  • বলে রাখি এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন বিএ, বি কম., বিএসসি এবং পলিটেকনিক কিংবা ডিপ্লোমা স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরাও।
  • সেক্ষেত্রে সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম নম্বর পেতে হবে ৬০ শতাংশ।

Scholarship পেতে কি ধরনের যোগ্যতা প্রয়োজন : 

  • টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের জন্য যে সকল ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে চান তাদের পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম হতে হবে।
  • তবেই এই স্কলারশিপ পাওয়া যাবে নতুবা নয়।

অনুদানের পরিমাণ : এক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। অন্যদিকে স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকার অনুদান দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র  : টাটা গ্রুপের উল্লিখিত স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে বেশ কিছু নথি খুবই জরুরী।

  • আধার কার্ড,
  • পাসপোর্ট সাইজের ছবি,
  • পরিবারের আয় সার্টিফিকেট,
  • নতুন শ্রেণীতে অথবা কলেজে ভর্তির প্রমাণ পত্র,
  • ভর্তির রশিদ,
  • ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য,
  • কাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন।

আবেদন করবেন কিভাবে :

  • প্রথমে buddy4study -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এরপর Apply Now অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
  • রেজিস্ট্রেশনের করার পর login করতে হবে।
  •  login করার পর স্ক্রিনে টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের আবেদনের জন্য একটি পেজ খুলে যাবে।
  • এরপর Start Application অপশনে ক্লিক করুন।
  • এরপর Terms and Condition চেকবক্সে ক্লিক করে Preview অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর সেখানে যা কিছু নথিপত্র চেয়েছে তা আপলোড করুন।
  • তথ্য এবং নথি সঠিকভাবে আপলোড করার পর Submit অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন : WB New Scholarship 2024 : 12,000 হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই পাবেন !!! আবেদন করুন অনলাইনে এ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles