Tata Steel Recruitment 2024 : টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ !!! শুন্যপদ : 6000 !!! মাধ্যমিক/12th পাশে ফর্ম ফিলাপ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Tata Steel Recruitment 2024 : টাটা স্টিল, ভারতের অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান, তাদের বিভিন্ন কারখানায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

নিয়োগ সংস্থা TATA Steel Company
পদের নাম Various
মোট শূন্যপদ ৬০০০
আবেদন মাধ্যম অনলাইন
আবেদনের শেষ তারিখ ০৮/০৮/২০২৪

 

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? শূন্য পদের সংখ্যা কত? বেতন কাঠামো কী থাকছে? কোন কাজ করতে হবে? কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে? আবেদনের জন্য কোন কোন নথি প্রয়োজন হবে? আবেদনের শেষ তারিখ কবে? নিয়োগ পদ্ধতি কী থাকছে? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর নিচে বলে দেওয়া হল।

গুরুত্বপূর্ন তারিখ : 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৮/০৬/২০২৪
আবেদনের শেষ তারিখ ০৮/০৮/২০২৪

পদের নাম : 

  • Area Manager
  • Marketing-Chemical Specialty Area Manager Management Development
  • Mgr Foreign Exchange& Commodity Hedging
  • Assistant Manager (R&R)
  • Asst. Manager (Land & Lease)
  • Manager Civil
  • Asst Manager BAF
  • Assistant Manager – Investor Services
  • Emergency Medicine – Meramandali
  • Management Trainee Technical- BIT Sindri- Mechanical

শূন্যপদ : মোট ৬০০০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

Click here for Official Website : tatasteel.ripplehire.com

বয়সসীমা :  প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন : প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন ২৪,৫০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৮,৩০০/- টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :  শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস করা চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। তবে চাকরি প্রার্থীদের অবশ্যই ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।.

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি : 

  • আধার কার্ড,
  • ভোটার কার্ড,
  • প্যান কার্ড,
  • শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
  • চাকরি প্রার্থীর সিভি

আবেদনের শেষ তারিখ কবে?

এই পদে আবেদন পদ্ধতি শুরু হয়েছে চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ থেকে যা চলবে আগস্ট মাসের ৮ তারিখ পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া : আবেদন কারীদের  ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

Click here for Official Notification : https://tatasteel.ripplehire.com/candidate/?token=kYAz91uy1lFDi6FeSiRZ&lang=en&source=CAREERSITE#list

কিভাবে আবেদন করতে হবে।

  • এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

Click here for Apply Online : https://www.tatasteel.com/careers/

  • এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  • তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন : Campus Recruitment Drive 2024 : সরকারি আইটিআই দুর্গাপুরে ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ !!! তারিখ : ১০ জুলাই, ২০২৪ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles