Union Bank Recruitment : চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। ভারতের বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক Union Bank এর পক্ষ থেকে সারা দেশ জুড়ে গড়ে ওঠা বিভিন্ন শাখা গুলিতে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখা গুলিতে মাসিক মোটা বেতনে স্থায়ী পদে গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদির সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হল।
Click here for Official Notification : https://www.unionbankofindia.co.in/pdf/notification-recruitment-of-meritorious-female-sportspersons.pdf
আবেদন পদ্ধতি(Application Procedure) : Union Bank এর পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
- Union Bank এর অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in এ ভিজিট করতে হবে।
- ‘Recruitment’ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর যে নতুন পেজ খুলবে সেখানে ‘Click to view the Current Recruitment’ লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন ধরনের Recruitment এর অপশন আসবে।
- সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত শূন্যপদটিকে নির্বাচন করে ‘CLICK HERE TO APPLY ONLINE’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর যে নতুন পেজ খুলবে সেখান থেকে ‘Click Here For New Registration’ লিঙ্কে ক্লিক করে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আসবে।
Click here for 1st Time Registration : https://ibpsonline.ibps.in/ubimesapr23/basic_details.php
Click here if Already registered : https://ibpsonline.ibps.in/ubimesapr23/
প্রার্থী বাছাই পদ্ধতি(Candidate selection process) : আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে বেছে নিয়ে তাদেরকে ৬ মাসের ট্রেনিং করিয়ে ট্রেনিং শেষে স্থায়ী পদে চাকরিতে নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম(Vacancy Name) : Single Window Operator- ‘A’/Clerk
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ভারত সরকার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit): আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বের পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন(Salary) : প্রতি মাসে ১৭,৯০০-৪২,৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents):
- বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
- দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
- কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- স্পোর্টস কোয়ালিফিকেশন সার্টিফিকেট।
- এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
- আবেদনকারীর নিজের সিগনেচার।
- লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।
- সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট।
আবেদন মূল্য(Application Fees):আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির ও OBC ক্যাটাগরির প্রার্থীদের কে ৮৫০ টাকা করে এবং SC, ST, PwBD প্রার্থীদের কে ১৭৫ টাকা করে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ(Application Start Date & Application Last Date): Single Window Operator- ‘A’/Clerk পদে কর্মী নিয়োগ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১৯/০৪/২০২৩ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৯/০৫/২০২৩ রাত ১১টা ৫৯ মিঃ পর্যন্ত।
আরও পড়ুন : Indian Railway Recruitment : ভারতীয় রেলওয়ের অধীনে চাকরির সুযোগ ! বিপুল শূন্যপদে আবেদন করবেন কীভাবে?