Union Bank Recruitment : ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ !!! শূন্যপদ ৬০০ !!! অনলাইনে আবেদন করুন এক্ষুনি!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Union Bank Recruitment : ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬০০ শূন্যপদে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ করা হবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/13Ocvfc9u1OAJS-qRBIDoUJO8ByneNGiD/view?usp=sharing

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং সংস্থার বিভিন্ন বিভাগে প্রায় ৬০০ ‘র বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম : Specialized Officer

শূন্যপদ : ৬০৬ টি। (SC- ৮৯ টি, ST- ৪৪ টি, OBC- ১৬১ টি, EWS- ৫৯ টি, UR- ২৫৩ টি।)

শিক্ষাগত যোগ্যতা : B.Sc., B.E./B.Tech., Degree in Computer Science, Computer Science & Engineering/ Information Technology, Software Engineering, Electronics & Communications Engineering অথবা M. Tech., M.Sc. in Computer Science ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

বেতন : মাসিক বেতন ৩৬,০০০/- টাকা থেকে শুরু।

বয়সসীমা : প্রার্থীদের বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি : 

  • অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

Click here for New Registration for application : https://ibpsonline.ibps.in/ubisojan24/basic_details.php

Login for already Registered Candidates : https://ibpsonline.ibps.in/ubisojan24/

  • আবেদনেরলিঙ্কে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • পূরণকরা তথ্যের কপিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর নির্দিষ্ট আবেদন ফি জমা করে সাবমিট করার পর আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদন ফি :

  • GEN, EWS এবং OBC প্রার্থীদের এককালীন ৮৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
  • SC, ST এবং PwBD প্রার্থীদের এককালীন ১৭৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি :

  • মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের মেরিটলিস্ট অনুযায়ী ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪।

আরও পড়ুন : SECL Recruitment 2024 : বিজ্ঞপ্তি আউট!!! 1425 শূন্যপদ !!! এখনই যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া চেক করুন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles