WB Aikyashree Prakalpa 2022 : ঐক্যশ্রী স্কলারশিপ এর নতুন অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু
হয়ে গেছে। কিভাবে আপনি Aikyashree Scholarship 2022-23 Online Apply করতে পারবেন, তা নিম্নে
বিস্তারিত আলোচনা করা হলো….
ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 এ ক্লাস ১ থেকে শুরু করে পিএইচডি কোর্স থেকে পেশাদারি, কারিগরি কোর্স পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন।
Click here for Official Notification:https://drive.google.com/file/d/11H69yi1G0cA63wsmU-ndf0s8VZtbbm_S/view?usp=share_link
ঐক্যশ্রী স্কলারশিপ এর মধ্যে ক্লাস ভিত্তিক ৪ টি ভাগ রয়েছে(Aikyashree Scholarship has 4 categories based on class):
- প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (Pre Matric Scholarship 2022):- প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র
ছাত্রীদের জন্য। - পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (Post Matric Scholarship 2022):- একাদশ শ্রেণি থেকে পিএইচডি
কোর্সের জন্য। - মেরিট কাম মিনস স্কলারশিপ (Merit Cum Means Scholarship 2022):- পেশাদারি এবং কারিগরি
কোর্সের পড়ুয়াদের জন্য। - অন্যান্য স্কলারশিপ স্কিম– (SVMCM Scholarship এবং TSP Scholarship)
List of Registered Institutes : http://wbmdfcscholarship.org/server/choose_server?dect_re=/main/inst_list
Aikyashree স্কলারশিপ 2022-23 অনলাইন আবেদনের যোগ্যতা(Aikyashree Scholarship 2022-23 Online Apply Eligibility):
- শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা এমন পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।
- শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে।
- বিগত অর্থাৎ শেষ পরীক্ষায় ৫০% নাম্বার পেয়ে পাশ করতে হবে। তবে প্রথম শ্রেণি বাদে।
- প্রি ও পোস্ট মেট্রিক এর ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। আর মেরিট কাম মিনস স্কলারশিপ এর জন্য ২.৫ লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয় থাকতে হবে।
- একটি মোবাইল নাম্বার দিয়ে ১টি আবেদনই করা যাবে।
- ছাত্র ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বার থাকতে হবে। কিন্তু প্রথম থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না থাকলেও অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও চলবে।
- একজন ছাত্র/ছাত্রী যেকোনো ১টি স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
- অনলাইন আবেদন করার সময় আধার কার্ড নাম্বার জরুরি।
- বাংলা শিক্ষা-র ইউনিক আইডি বিদ্যালয় স্তরের ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।
- আবেদনকারী ছাত্র ছাত্রীদের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন পত্রের প্রিন্ট আউটের সাথে ব্যাঙ্ক পাশবুকের একটি ফটোকপি জমা দিতে হবে।
Aikyashree Scholarship Renewal Link : http://wbmdfcscholarship.org/#
ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি 2022-23 ( Aikyashree Scholarship 2022-23 Online Apply) :
- প্রথমে নিম্নলিখিত লিংকটিতে ক্লিক করে WBMDFC এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
Click here for Official Website: https://wbmdfcscholarship.org/aikya_app/home_app.php
- যে সমস্ত শিক্ষার্থীরা প্রথমবারের জন্য Aikyashree Scholarship এর আবেদন করছে তারা “STUDENT’S REGISTRATION” অপশনটিতে ক্লিক করুন।
Click here for Student Area: https://serv6.wbmdfcscholarship.org/aikya_app/district1.php
- এবারে আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলা নির্বাচন করে নিন।
Select your district as per location of your Institutions:http://wbmdfcscholarship.org/aikya_app/district1.php
- জেলা নির্বাচন করার পরে শিক্ষার্থীদের নিজস্ব পরিচয় সম্বন্ধিত সমস্ত তথ্যগুলো প্রদান করতে হবে যেমন নিজের নাম, অভিভাবকের নাম, Date of Birth, Aadhar Number, Mobile Number, Email ID সহ Bank Account Number ইত্যাদি।
Details Fill Up for Registration:https://serv2.wbmdfcscholarship.org/students/student_registration
- Form টি পূরণ করা হয়ে গেলে “Submit and Proceed” বাটনে ক্লিক করতে হবে।
- এবারে আরেকটি নতুন Form Open হবে যেখানে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত
তথ্য গুলি প্রদান করতে হবে। - এই Form টি পূরণ করা হয়ে গেলে পুনরায় “Submit and Proceed” অপশনে ক্লিক করতে হবে।
এবারে এই Scholarship এর জন্য শিক্ষার্থীদের নামগুলি Scholarship Portal এ Register হয়ে
যাবে।
Click here If Already Registered : https://serv2.wbmdfcscholarship.org/home/student_login
স্কলারশিপের জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া(Candidate Selection Process for Scholarship) :
ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্রগুলি ভালো করে বিচার করা হবে। এরপর যে সমস্ত প্রার্থীদের যোগ্য হিসেবে বিবেচিত হবেন রাজ্য সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তাদের টাকা ট্রান্সফার করে দেবে।
Aikyashree স্কলারশিপ 2022 যোগাযোগের বিবরণ (Aikyashree Scolarship 2022 Contact Details):
Aikyashree Scholarship এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
- Helpline Number (Landline):- 033 4047 468
- WhatsApp Number :- 8017 071 714
- Email Address:- scholarship.wbmdfc@gmail.com
- Toll Free Number:- 1800-120-2130
- Technical Support (Helpdesk):- 6290 87 5550
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 আবেদনের এর জন্য গুরুত্বপূর্ণ নথি(Important Documents for Aikyashree Scholarship 2022 Application):
- আপনার নিজস্ব Community Certificate
- Aadhar Card
- Family Annual Income Certificate
- স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটির এই বছরের Admission এর রশিদ
- বিগত বছরের পরীক্ষার Mark Sheet
- Domicile Certificate (সকলের জন্য প্রযোজ্য নয়)
- Bank Passbook
- Passport Size Color Photo
আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল খুলে গেছে। অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আরও পড়ুন : Kotak Kanya Scholarship 2022 : কোটাক কন্যা স্কলারশিপ এ মেয়েরা পাবে ১ লক্ষ
৫০ হাজার টাকা !