WBPSC Food SI Recruitment 2023 : আপনি কি মাধ্যমিক পাশ করেছেন? আপনি কি একজন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? আপনি কি পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে চাকরি করতে চান?
Click here for Official Notification : https://drive.google.com/file/d/14SVEoPqUi53eQprShefOB3p4oBVPu42y/view?usp=sharing
২২ আগস্ট ২০২৩ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগের জন্য সম্পূর্ন বিজ্ঞপ্তি।ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।
Advertisement No. | 04/2023 |
নিয়োগকারী সংস্থা | Public Service Commission West Bengal (WBPSC) |
পদের নাম | ফুড সাব ইন্সপেক্টর |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শুরু | ২৩ আগস্ট, ২০২৩ |
আবেদন শেষ | ২০ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
পদের নাম – ফুড সাব ইন্সপেক্টর (Food SI)।
মোট শূন্যপদ – 480 টি (UR- 220, SC- 97, ST- 29, OBC A- 48, OBC B- 34, PWD- 19, EX Servicemen- 24, MSP- 9)
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হলে এই পদে আবেদনযোগ্য। সেইসঙ্গে বাংলা অথবা নেপালি ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
বয়স সীমা : ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারী প্রার্থীদের। প্রার্থীর জন্ম হতে হবে ২ জানুয়ারি, ১৯৮৩ থেকে ১ জানুয়ারি, ২০০৫ এর মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন : Food SI পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে লেভেল ৬ অনুযায়ী ২২, ৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা প্রতিমাসে বেতন দেওয়া হয়।
কিভাবে আবেদন করবেন?
- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- এর জন্য wbpsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Click here for Official Website : wbpsc.gov.in
Advertisement wise Registration : https://wbpsc.ucanapply.com/registration?app_id=UElZMDAwMDAwMQ==
Guidelines for filling up of the Online Application Form for various posts : https://drive.google.com/file/d/1m6OwudqKU4CvwEE3GQNhC7PlIJA11qEx/view?usp=sharing
- এরপর Candidate’s Corner এ গিয়ে APPLY ONLINE অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
Click here for Online Application : https://wbpsc.gov.in/candidateOTRegistration.jsp
Click here for Online Application After 1st Time Registration : https://wbpsc.ucanapply.com/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==
- এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
- আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- জাতিগত শংসাপত্র।
- অন্যান্য নথিপত্র।
আবেদন শুরু – 23/08/2023।
আবেদন শেষ – 20/09/2023।
নির্বাচন প্রক্রিয়া :
- লিখিত পরীক্ষা (১০০ নম্বর)।
- পার্সোনালিটি টেস্ট (২০ নম্বর) -এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস :
- জেনারেল স্টাডিজ (৫০ নম্বর) – (Matters of common experience including every day science, current events and problems with special reference to India, elementary knowledge of Indian History and Indian Geography).
- পাটিগণিত (৫০ নম্বর) – (Questions will be set on the basis of the syllabus of Madhyamik Examination of the W.B.B.S.E. with mental ability).
পরীক্ষার সেন্টার :
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে, কোড নং সহ সেন্টারগুলি হলো –
11–Kolkata | 12–Baruipur | 13–Diamond Harbour |
14–Barrackpore | 15–Barasat | 16–Howrah |
17–Chinsurah | 18–Burdwan | 19–Durgapur |
20–Medinipur | 21–Tamluk | 22–Bankura |
23–Purulia | 24–Jhargram | 25-Suri |
26–Krishnanagar | 27–Berhampore | 28-Malda |
29–Balurghat | 30–Raigunj | 31-Jalpaiguri |
32-Alipurduar | 33-Coochbehar | 34-Siliguri |
35-Kalimpong | 36-Darjeeling | – |
আবেদন ফি : অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের আবেদন ফি বাবদ 110/- টাকা পেমেন্ট করতে হবে। আবেদন ফি জমা করা যাবে Debit card/ Credit card/ Net Banking এর মাধ্যমে। SC/ ST/ পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
আরও পড়ুন : ECIL Recruitment 2023 : যোগ্যতার মানদণ্ড এবং গুরুত্বপূর্ণ বিবরণ পরীক্ষা করুন!!!