WBSETCL Recruitment 2024 : WBSETCL হল হল রাজ্য সরকারের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1n3taoVlavGcFMRN5kAkoatRC_RskM21y/view?usp=sharing
পদ : টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস / Technician Apprentice (ITI)
শূন্যপদ : মোট 67 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা : প্রার্থীদের নূন্যতম 50% নম্বর সহ মাধ্যমিক পাশের সাথে সাথে Wireman / Electrician যে কোনো একটি ট্রেডে দুই বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা : 18 বছরের উর্দ্ধে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন : প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে 7,700 টাকা। এছাড়াও, 12 মাসের কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি : ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি :
Click here for Official Website : https://www.wbsetcl.in/
- অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
- এর জন্য https://portal.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন।
- তারপর আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
- সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা : আবেদন করার শেষ দিন 07.02.2024. তারিখ।