চালু হচ্ছে TATA-র পেমেন্ট অ্যাপ! জানুন আপনার কী সুবিধা

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

এই অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় যাবতীয় মুদি সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, বিমানের টিকিট বুকিং, হোটেল বা প্যাকেজ ট্যুর বুকিং করা সম্ভব। Amazon, Google এবং Jio-র মতো Tata Neu-ও UPI প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যার মাধ্যমে টাকা পাঠানো থেকে শুরু করে নুন থেকে অত্যাধুনিক ডিভাইসও কেনা সম্ভব হবে।

এবার বাজারে আসছে TATA-র নিজস্ব পেমেন্ট অ্যাপ। তার মাধ্যমে যাবতীয় সমস্ত কিছুর পেমেন্ট করা সম্ভব হবে বলে TATA-র তরফে জানানো হয়েছে। নাম দেওয়া হয়েছে Tata Neu। বর্তমানে শুধুমাত্র TATA গ্রুপের সঙ্গে যে সব কর্মীরা যুক্ত রয়েছেন তাঁরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন। আগামী 7 এপ্রিল থেকে এই অ্যাপটি সর্বসাধারণের জন্য চালু করা হবে।

জানা গেছে এই অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় যাবতীয় মুদি সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, বিমানের টিকিট বুকিং, হোটেল বা প্যাকেজ ট্যুর বুকিং করা সম্ভব। Amazon, Google এবং Jio-র মতো Tata Neu-ও UPI প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যার মাধ্যমে টাকা পাঠানো থেকে শুরু করে নুন থেকে অত্যাধুনিক ডিভাইসও কেনা সম্ভব হবে।

এর মাধ্যমে অনলাইনে যেমন বিভিন্ন পেমেন্ট করলে ক্যাশব্যাক পাওয়া যাবে। তেমনই POS-এ পেমেন্ট করলেও ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এমনই জানানো হয়েছে Tata Neu-এর তরফে।

পেমেন্টের পাশাপাশি Tata-র যে ব্র্যান্ড স্টোর গুলি রয়েছে সেই সব স্টোর থেকেও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। অর্থাৎ Croma, Tata CLiQ-এর প্রডাক্ট কিনতে পারবেন। এছাড়াও AirAsia- বিমানের টিকিট বুকিংও সম্ভব। এচাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের লিস্টিং রয়েছে এই অ্যাপে।

Tata-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী যে কোনও বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, EMI ইত্যাদি সম্ভব হবে এই UPI অ্যাপের মাধ্যমে। Google Play Store এবং App Store-এর মাধ্যমে ডাউনলোড করা সম্ভব হবে।

কয়েক মাস আগে থেকেই এই অ্যাপটি ডেভেলপ করা শুরু হয়েছিল। এবং তখনই এই অ্যাপটি সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার এই অ্যাপটি সকলের জন্যই চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, এবার যে কেউ এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন।

TechCrunch এর একটি রিপোর্ট অনুযায়ী TATA এই সার্ভিসের মাধ্যমে একটি রিওয়ার্ড প্রোগ্রাম চালু করবে। এবং এটাই সম্ভবত দেশের সবথেকে বড় রয়েলটি প্রোগ্রামে পরিণত হতে চলেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, TATA-র এই পেমেন্ট অ্যাপটি বাজারে এলে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে।

 

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles