SAIL Recruitment 2025 : (SAIL) – IISCO স্টিল প্লান্ট এ নিয়োগের বিজ্ঞপ্তি !!! বার্নপুরে ৩০২ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

SAIL Recruitment 2025 : সেল ইস্পাত কর্তৃপক্ষ (SAIL) – IISCO স্টিল প্লান্ট, বার্নপুরে ৩০২ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি !!!

📍 স্থান : IISCO Steel Plant, বার্নপুরে !!!

🗓️ প্রশিক্ষণের মেয়াদ : ১ বছর !!!

📢 আবেদন পদ্ধতি : অনলাইনে NAPS পোর্টালের মাধ্যমে !!!

যোগ্যতা :

  • ভারতীয় নাগরিক হতে হবে।

  • সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সম্পূর্ণ সময়ের নিয়মিত আইটিআই কোর্স ২০২২ সাল বা পরবর্তী সময়ে পাশ করতে হবে।

  • যাদের ইতিমধ্যে অন্য প্রতিষ্ঠানে অ্যাপ্রেন্টিসশিপ চুক্তি (Contract ID) তৈরি হয়েছে, তারা আবেদন করতে পারবেন না

  • প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (২০.০৫.২০২৫ অনুযায়ী)।

ট্রেড অনুযায়ী শূন্যপদের তালিকা :

ক্র. নং ট্রেড পদসংখ্যা
ইলেকট্রিশিয়ান ৫০
ফিটার ৫২
রিগার ২৫
টার্নার ১৯
মেশিনিস্ট ২০
ওয়েল্ডার ৫০
রেফ্রিজারেশন ও এসি ৩০
মোটর গাড়ি মেকানিক
প্লাম্বার
১০ কম্পিউটার ও ICTSM ৩১
১১ ড্রাফটসম্যান ১৩
মোট ৩০২

🔁 অতিরিক্ত ১০% পদে ওয়েটিং লিস্ট থাকবে, প্রয়োজনে সেই তালিকা থেকে ডাকা হবে।

আবেদন পদ্ধতি :

  1. NAPS পোর্টালে স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে।

  2. লগইন করে “Apprentice Opportunity” সেকশনে গিয়ে “Find Establishment”-এ ক্লিক করতে হবে।

  3. SAIL-IISCO STEEL PLANT, Burnpur (E03171900012) নির্বাচন করে প্রার্থী তার ট্রেড অনুযায়ী আবেদন করবে।

    Trade Apprentice Notification(ITI)
    Trade Apprentice Notification(ITI)

স্টাইপেন্ড :

  • প্রতি মাসে ₹৭০০০ – ₹৭৭০০ (লাম্প সাম)।
  • আবাসন ও অন্যান্য সুবিধা প্রার্থীকে নিজ উদ্যোগে করতে হবে।
চিকিৎসা সুবিধা : 
  • Workmen Compensation Act অনুযায়ী সুযোগ প্রদান করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ :
কার্যক্রম তারিখ
অনলাইন আবেদন শুরু ২১.০৫.২০২৫
অনলাইন আবেদন শেষ ৩০.০৫.২০২৫

 

গুরুত্বপূর্ণ নির্দেশনা :

  • একজন প্রার্থী কেবল একটি ট্রেডে আবেদন করবেন।

  • ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।

  • এই প্রশিক্ষণ ভবিষ্যতে চাকরির নিশ্চয়তা দেয় না।

📧 যোগাযোগ (প্রয়োজনে) : 👉 apprentice.isp@sail.in

এই নিয়োগের মাধ্যমে আইটিআই পাশ প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে। আগ্রহী প্রার্থীদের সময়মতো আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন :  NCVT ITI Examination : এনসিভিটি আই.টি.আই(NCVT ITI) পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত !!! প্র্যাকটিক্যাল শুরু ১৫ জুলাই, CBT পরীক্ষা ২৮ জুলাই থেকে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes