WBPSC Narcotics Division Recruitment 2022 : পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ
WBPSC এর তরফ থেকে নতুন করে আরো একটি চাকরির বিজ্ঞপ্তি (06/2022) প্রকাশিত হলো। কোন কোন
পদে নিয়োগ করা হবে, কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা, মাসিকবেতন, আবেদন প্রক্রিয়া, আবেদন করতে কত টাকা লাগবে ইত্যাদি বিষয়গুলি নিচে এক এক করে উল্লেখ করা হচ্ছে।
Recruiting Organization : https://wbpsc.gov.in/
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর(Official Notice No.) : 06/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ(Date of Publication Official Notification) : 29.09.2022
আবেদনের মাধ্যম(Application Way) : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Click Here for Official Notification : https://wbpsc.gov.in/Download?param1=Cur_20220929000600_6-2022.pdf&param2=advertisement
WBPSC নিয়োগের বিস্তারিত তথ্য (WBPSC Recruitment Details)
(1) পদের নাম(Name of the Post) :- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (Laboratory Assistant)
মাসিক বেতন(Monthly Salary) :- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 থেকে 58,500 টাকা।
বয়সসীমা(Age Limit) :- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :- যে কোন স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে সায়েন্সের গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এক বছরের এনালিটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ(Number of Vacancy) :- 4 (UR-2, SC-1,ST-1)
(2) পদের নাম(Name of the Post):- সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (Scientific Assistant)
মাসিক বেতন(Monthly salary):- পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে 28,900 থেকে 74,500 টাকা।
বয়সসীমা(Age Limit):- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 39 বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি
বিষয় সহ গ্রাজুয়েশন বা স্নাতক ডিগ্রী থাকতে হবে সেই সাথে দুই বছরের ল্যাবরেটরী কাজের অভিজ্ঞতা
আবশ্যিক।
শূন্যপদ(Number of Vacancy):- 4 (UR-2, SC-1,ST-1)
(3) পদের নাম (Name of the Post):- সিনিয়র সাইন্টিফিক অফিসার (Senior Scientific Officer)
মাসিক বেতন(Monthly Salary):- পে লেভেল 16 অনুযায়ী প্রতি মাসে 56,100 থেকে 1,44,300 টাকা।
বয়সসীমা(Age Limit):- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 36 বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Education Qualification):- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি বিষয়ে সেকেন্ড ক্লাস পেয়ে মাস্টার ডিগ্রী পাস করতে হবে। সেই সাথে পাঁচ বছরের রিসার্চ করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং ফরেনসিক কেমিস্ট্রি কাজের সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ(Number of Vacancy):- 2 (UR-1, SC-1)
চাকরির ধরন(Type of Job) :- স্থায়ী (Permanent) চাকরি ।
অনলাইন আবেদন প্রক্রিয়া(How to Apply Online) :-
(1) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে।
(2) আবেদন করার আগে চাকরি প্রার্থীকে অবশ্যই WBPSC পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
(3) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে Enrollment Number এবং Password দিয়ে লগইন করতে হবে।
(4) লগ ইন করার পর যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই পদটি নির্বাচন করে অনলাইনে দরকারি তথ্য সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
(5) সবশেষে নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি জমা করে অনলাইন এপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি(Application Fees):-
- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের জন্য আবেদন করতে 160 টাকা লাগবে। ST, SC এবং PWD শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
- সিনিয়র সাইন্টিফিক অফিসার পদের জন্য আবেদন করতে 210 টাকা লাগবে। ST, SC এবং PWD শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
Click Here for Online Application : https://wbpsc.gov.in/
আরও পড়ুন : IOCL Data Entry Operator Recruitment 2022 : বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।