Indian Railway Recruitment 2022 : ভারতীয় রেলে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Organization Name (সংস্থার নাম) | Indian Southern Railway |
Post Details (পোস্টের নাম) | অ্যাক্ট অ্যাপ্রেন্টাইস |
Total Vacancies (মোট শূন্যপদ) | ১৪৬৯টি |
Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://sr.indianrailways.gov.in/ |
পদের নাম(Name of the Post):
Post name ( পদের নাম) | Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
Carriage & wagon workshop | ১৩৪৩ |
Central workshop | ৭ |
S/T workshop | ১১৯ |
বয়স সীমা(Age Limit) : বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া(How to Recruit): আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া (How to Apply):
- আপনাকেভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটেগিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
Click here for Apply Online : https://sr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,1618,1860
- আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
Notifications :
- Carriage & Wagon Workshop/ Perambur : –
Click here for Notification :https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1664596818778-CWPER_ActApprentices_Notification2022.pdf
2. Central Workshop/ Ponmalai,Trichy : –
Click here for Notification :https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1664596863202-GOC_ActApprentices_Notification2022.pdf
3. S&T Workshop / Podanur –
Click here for Notification :https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1664596887702-PTJ_ActApprentices_Notification2022.pdf
Application Links :
Click here to Apply(Carriage & Wagon Workshop/ Perambur) : https://iroams.com/Apprentice22/recruitmentIndex
Click here to Apply(Central Workshop/ Ponmalai,Trichy) : https://iroams.com/Apprentice22/recruitmentIndex
Click here to Apply(S&T Workshop / Podanur) : https://iroams.com/Apprentice22/recruitmentIndex
- বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।
Click here for 1st Time Registration: https://iroams.com/Apprentice22/applicationIndex
Click here If already Registered : https://iroams.com/Apprentice22/searchApplication
- আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের ভারতীয় রেলের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
- আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
- সবশেষে আপনাকে‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents):
চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আবেদন মুল্য : আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়াও SC/ ST/ PwBD/ ESM/ DESM প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫০% নম্বরসহ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও আপনার ITI থাকতে হবে পাশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ(Last Date of Application): এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ৩১.১০.২০২২ অর্থাৎ ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।
আরও পড়ুন : Railway Recruitment of WB : পশ্চিমবঙ্গের রেলে প্রচুর কর্মী নিয়োগ !