Aditya Birla Scholarship 2022 : একসাথে দুটি স্কলারশিপ পাবেন, আবেদন করুন আদিত্য বিড়লা স্কলারশিপে।

WhatsApp Group Join Now
Google News Follow

Aditya Birla Scholarship 2022 : স্কুল থেকে কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে দেওয়া হচ্ছে 15 থেকে 60 হাজার টাকা পর্যন্ত Aditya Birla Scholarship 2022 স্কলারশিপ। কোন কোন ক্লাসের পড়ুয়ারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, শেষ তারিখ কবে, কোন ক্লাসে কত টাকা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।

এই স্কলারশিপের মাধ্যমে, প্রথম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন প্রযন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ দাওয়া হবে। বর্তমানে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপে আবেদন শুরু হয়ে গেছে। স্কলারশিপে আবেদন করতে, সময়সীমা, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ও সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানুন।

স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা(Eligibility for Scholarship Application):

  • ছাত্রছাত্রীদের ভারতীয় নাগরিক হতে হবে।
  • শিক্ষার্থীদের প্রথম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন কোর্সে পড়াশোনা করতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার থেকে কম হতে হবে।
  • Note : Aditya Birla Capital এবং Buddy4Study র কর্মচারীর সাথে যুক্ত কেউ এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।

আদিত্য বিড়লা স্কলারশিপের আর্থিক অনুদান(Aditya Birla Scholarship Financial Grant):

Course/Class

Scholarship in a year

Class 1 to 8

Rs 24,000/-
Class 9 to 12

Rs 30,000/-

Undergraduate
Courses

Rs 36,000/-

Professional
Undergraduate Courses

Rs 60,000/-

 

স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে(What are the documents required for scholarship application)?

  • আধার কার্ড/ ভোটার কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ফটো
  • বয়সের প্রমাণপত্র
  • মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট
  • ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
  • ভর্তির রশিদ

আদিত্য বিড়লা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (Aditya Birla Scholarship Application Process):

  • এই স্কলারশিপে আবেদন buddy4Study স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন বিনামূল্যে হয়। স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত নির্দেশিকা অনুসরন করুন।
  • প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে Buddy4Study স্কলারশিপ পোর্টালে যান, বা সরাসরি

Click here for Apply Online :https://www.buddy4study.com/page/aditya-birla-capital-covid-scholarship-program

  • তারপর, রেজিষ্টার এবং লগইন করুন।

    Apply for Aditya Birla Scholarship
    Apply for Aditya Birla Scholarship
  • পরবর্তীতে ‘Apply Now’ তে ক্লিক করে স্কলারশিপে আবেদন শুরু করুন।

আবেদনের সময়সীমা ও শেষ তারিখ (Last Date of Application): স্কলারশিপে আবেদনের সময়সীমা ও শেষ তারিখ ১০ ই নভেম্বর ২০২২।

স্কলারশিপে আবেদনের জন্য জরুরি নথি(Necessary documents for scholarship application):

স্কলারশিপে আবেদনের আগে, নিম্নলিখিত নথি গুলির এক কপি স্ক্যান্ড pdf প্রস্তুত করতে হবে। স্কলারশিপে আবেদনের সময় এগুলি আপলোড করতে হবে।

1. গত শ্রেণীর পরীক্ষার মার্কশিট
2. পরিচয় পত্র (আধার/PAN কার্ড/ভোটার কার্ড ইত্যাদি)
3. চলতি ক্লাসের ভর্তির রশিদ
4. ব্যাংকের বই
5. ইনকাম সার্টিফিকেট
6. পাসপোর্ট ফটো

স্কলারশিপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ মাধ্যম(Communication with the scholarship authorities):
Phone Number: 011-430-92248 (Ext- 268)
Email id: adityabirlacapital@buddy4study.com

আরও পড়ুন : National Scholarship : NSP স্কলারশিপ পোর্টালে আবেদন করলে পেয়ে যাবেন ২০ হাজার টাকা, বিস্তারিত জানুন।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles