WB Group-C & Group-D Recruitment : রাজ্যে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ |

WhatsApp Group Join Now
Google News Follow

WB Group-C & Group-D Recruitment : পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি (Group-C)- বেঞ্চ ক্লার্ক এবং গ্রুপ-ডি (Group-D) অর্ডারলি পদে লোক নিয়োগ করা হবে। প্রথমে জানিয়ে রাখি, নিয়োগটি হাওড়া জেলায় হবে। হাওড়া জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে।

এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পদের জন্য কত টাকা মাসিক বেতন দেওয়া হবে, বয়সসীমা কত হতে হবে, কিভাবে আবেদন করা যাবে এবং নিয়োগ পদ্ধতি কি রয়েছে ইত্যাদি বিষয়ে নিচে থেকে বিস্তারিত জেনে নিন।

Click here for Official Website : https://howrah.gov.in/

গুরুত্বপূর্ণতারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ

13/10/2022

আবেদন শুরু

14/10/2022

আবেদন শেষ

21/10/2022

 

নোটিশ মেমো নম্বর : 829/DCPS/HOW

নোটিশ প্রকাশের তারিখ : 13/10/2022

আবেদনের মাধ্যম : অফলাইনে আবেদন করতে হবে।

(1) পদের নাম(Name of the Post) : বেঞ্চ ক্লার্ক- Bench Clerk (গ্রুপ-সি)

মাসিক বেতন(Monthly Salary) : 13,500/- টাকা

বয়সসীমা(Age Limit) : বেঞ্চ ক্লার্ক পদের জন্য আবেদন করতে হলে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে 01/09/2022 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সেইসাথে কম্পিউটারের জ্ঞান এবং ক্লারিকাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদ(Number of Vacancy): 1 টি (UR)

(2)পদের নাম(Name of the Post): অর্ডারলি- Orderly (গ্রুপ-ডি)

মাসিক বেতন(Monthly Salary): 12,000 টাকা

বয়সসীমা(Age Limit): অর্ডারলি পদের জন্য আবেদন করতে হলে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে 01/09/2022 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ(Number of Vacancy): 1 টি (UR)

নিয়োগ প্রক্রিয়া(Recruitment process): 

(1) বেঞ্চ ক্লার্ক – পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষা- 80 নম্বর

কম্পিউটার টেস্ট- 10 নম্বর

ইন্টারভিউ- 10 নম্বর

(2) অর্ডারলি – পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে 20 নম্বরের।

আবেদন প্রক্রিয়া(Application Process):

অফলাইনে আবেদনপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশের চার নম্বর পেজে দেওয়া রয়েছে।

যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। এরপর নোটিশের 4 নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।

আবেদনপত্র প্রিন্ট করার পর দরকারি তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা ফর্ম বা আবেদনপত্রের সাথে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে সেগুলিকে একটি খামের ভিতরে করতে হবে। সবশেষে আবেদনপত্রসহ খামটিকে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

Click here for Application form :https://cdn.s3waas.gov.in/s353e3a7161e428b65688f14b84d61c610/uploads/2022/10/2022101353.pdf

আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে(All the documents to be submitted along with the application form):

(1) বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট।
(2) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং একাডেমিক কোয়ালিফিকেশন এর সার্টিফিকেট।

(3) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(4) ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স (ঠিকানার প্রমাণপত্র হিসেবে)

আবেদনপত্র পাঠাবার ঠিকানা:  Office of the District Magistrate, Social Welfare Section, Old Collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah- 711101.

আরও পড়ুন : Indian Railway Recruitment 2022 : মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে চাকরির সুযোগ!

 

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles