IOCL Recruitment 2022 : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এ কর্মী নিয়োগ নিয়োগ, শুন্যপদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো!

WhatsApp Group Join Now
Google News Follow

IOCL Recruitment 2022 : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ যা ভারত সরকারের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস দপ্তরের অন্তর্গত। এই কোম্পানি প্রায় 56,000 এর বেশি গ্রাহকদের নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি কোণায় জ্বালানি সরবরাহ করে।

Click here for Official Website : https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে শূন্যপদে প্রার্থীদের অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত
করা হলো । সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন প্রার্থীদের নির্দিষ্ট
অংকের একটি স্টাইপেন্ড প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণতারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ

24.09.2022

আবেদন শুরু

24.09.2022

আবেদন শেষ

23.10.2022

 

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে আবেদনের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

গুরতপূর্ণ কিছু তথ্য

নোটিশনম্বর

নোটিশপ্রকাশেরতারিখ আবেদনেরমাধ্যম
 

HR/RECTT/01/2022(APP)

 

 

24.09.2022

 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

নিয়োগের তথ্য (Details of Recruitment):

(1) পদের নাম(Name of the Post) : ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডডেন্ট অপারেটর (Attend Operator)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স বা ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে 3 বছরের B.Sc কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) : 386 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) :  12 মাস।

(2) পদের নাম(Name of the Post) :  ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার (Fritter)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :  যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট করতে 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) :  161 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) :  12 মাস।

(3) পদের নাম(Name of the Post) : ট্রেড অ্যাপ্রেন্টিস বয়েলার (Boiler)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :  যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স বা ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে 3 বছরের B.Sc কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) : 54 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) :  24 মাস।

(4) পদের নাম(Name of the Post) :  টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল (Chemical)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) : 331 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) : 12 মাস।

(5) পদের নাম(Name of the Post) :  টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল (Mechanical)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy): 161 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) : 12 মাস।

(6) পদের নাম(Name of the Post) :  টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল (Electrical)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) : 188 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) : 12 মাস।

(7) পদের নাম(Name of the Post) : টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস ইন্সট্রুমেন্টেশন (Instrumentation)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) : 84 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) :  12 মাস।

(8) পদের নাম(Name of the Post) : ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :  যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে

মোট শূন্যপদ(Number of Vacancy) : 41 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) : 24 মাস।

(9) পদের নাম(Name of the Post) : ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা একাউন্টেন্ট (Accountant)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.A/B.Sc/B.Com পাশ করে থাকতে হবে

মোট শূন্যপদ(Number of Vacancy) : 39 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) : 12 মাস।

(10) পদের নাম(Name of the Post) : ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে

মোট শূন্যপদ(Number of Vacancy) : 41 টি।

প্রশিক্ষণের সময়সীমা(Time of Training) : 24 মাস।

বয়সসীমা(Age Limit) : 30.09.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ীSC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি(How to Apply):

  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অন্তর্গত এই সমস্ত পদে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য আবেদন করতে
    হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
  • নিচে দেওয়া আবেদন করার লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
    Click here for apply Online : https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_oct21.aspx
  • অফিসিয়াল ওয়েবসাইটে ”What’s New” বাটনে ক্লিক করে ” go to Engagement of Appreciate Under Refineries Division ” এ যেতে হবে।
  • এরপরে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিয়ে ”Apply Online ” বাটনে চাপ দিতে হবে।
  • এরপরে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশনের পরে লগইন করে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
  • আবেদন পত্র পূরণ করার সময় প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবারশেষে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র(Documents Required):

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র।
  • দশম শ্রেণীর মার্কশিট।
  • উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
  • ITI সার্টিফিকেট।
  • বাসস্থানে প্রমাণ পত্র।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

আরও পড়ুন : BHEL Apprentice Recruitment 2022 : BHEL Apprentice নিয়োগ 2022 : অনলাইন আবেদনপত্র, যোগ্যতা সমস্ত সম্পর্কিত সমস্ত তথ্য জানা যাক এই প্রতিবেদন এ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles