WBBPE Primary TET 2022 : প্রাথমিক টেট এ জেলায় জেলায় শূন্য পদের সংখ্যা , ফ্রেশ নিয়োগ কত, স্পেশাল ক্যাটাগরি কত !

WhatsApp Group Join Now
Google News Follow

WBBPE Primary TET 2022 : জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ। কোন জেলায় কত শূন্যপদ, দেখে নিন একনজরে। এই শূন্যপদে নতুন প্রার্থী ও ক্যাটাগরিভিত্তিক পদ কত রয়েছে, দেখে নিন একনজরে?

প্রাথমিকে শিক্ষক নিয়োগের (WBBPE Primary TET 2022 Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১৭৬৫ টি শূন্যপদে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আবেদনের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ১৪ই নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। www.wbbpe.org এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।

Click here for Official Website for application : www.wbbpe.org

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ক্যাটাগরি ভিত্তিক কোন জেলায় কত শূন্যপদ (WBBPE Primary TET 2022) রয়েছে বিজ্ঞপ্তিতে তা জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্যারাটিচার কোন জেলায় কত শূন্যপদ, তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে।

Click here for Information and Guidelines for TEACHER ELIGIBILITY TEST-2022 (TET-2022) (For Classes I-V, Primary) : https://www.wbbpeonline.com/ImageHandler.ashx?ID=24&Type=NoticeDoc&FileExt=.pdf

WBBPE Primary TET 2022 এর জেলাভিত্তিক  শূন্যপদের তালিকা (District wise Vacancy):

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে  তার বিবরণ নিচে দেওয়া হলো:

  • বীরভূম ৪৮৬ টি শূন্যপদ
  • কোচবিহার ৪৩৬টি শূন্যপদ
  • হুগলি জেলায় ৮৬০ শূন্যপদ
  • দক্ষিণ দিনাজপুর জেলায় ২৬১ শূন্যপদ
  • আলিপুরদুয়ার জেলায় ১৯৬টি শূন্য।
  • হাওড়া জেলায় ৯৭৫ শূন্যপদ
  • ঝাড়গ্রাম ৬৯১ টি শূন্যপদ
  • উত্তর ২৪ পরগনা জেলায় ৭৮০ টি শূন্যপদ
  • পূর্ব বর্ধমান জেলায় ৭৮৫ শূন্যপদ
  • পশ্চিম বর্ধমান ১৮৫ শূন্যপদ
  • মুর্শিদাবাদ জেলায় ৬৬৯ টি শূন্যপদ
  • পুরুলিয়া জেলায় ৭৩১ টি শূন্যপদ
  • শিলিগুড়ি ১৮৫টি শূন্যপদ
  • পশ্চিম মেদিনীপুর জেলায় ৮৪ টি শূন্যপদ।
  • উত্তর দিনাজপুর ৬০২ শূন্যপদ
  • দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৩৩৮ টি শূন্যপদ।
  • জলপাইগুড়ি ৩৭৬ শূন্যপদ
  • কলকাতা জেলায় ২৩২ টি শূন্যপদ
  • মালদা জেলায় ৪৫৪ শূন্যপদ।

তবে এই সমস্ত পদ শুধুমাত্র ফ্রেশ প্রার্থীদের জন্য নয়। এর মধ্যে জেনারেল, প্রাক্তন সমরকর্মী, এক্সটেম্পটেড কেটাগরি, পার্শ্বশিক্ষক রয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে সকল প্রকার আবেদনকারীরা সুযোগ পাবেন এতে অংশগ্রহণ করার জন্য।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):

প্রাইমারি টেটে আবেদনের জন্য আগে ডি.এল.এড কোর্স করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারতেন। তবে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বি.এড পাস করা প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রাইমারি টেটে অংশ নেওয়ার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে প্রার্থীদের :

  • যেকোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে প্রার্থীদের। এর পাশাপাশি প্রার্থীদের ২ বছরের ডি.এল.এড কোর্স করা বাধ্যতামূলক এই চাকরির জন্য।
  • বা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর সহ রিহ্যাবিলেশন কাউন্সিল অব ইন্ডিয়ার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন প্রার্থীরা।
  • অথবা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর সহ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদিত এডুকেশনে ডিপ্লোমা করা থাকলে আবেদন করা যাবে।
  • বা ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক সহ বি.এড করা থাকলেও এবার করা যাবে আবেদন।
  • এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ্য, যেসব প্রার্থীরা এখন বি.এড, বি.এল.এড কোর্সের ফাইনাল সেমিস্টারে পঠনরত তাঁরাও আবেদন করতে পারবেন। সংরক্ষিত চাকরিপ্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি(How to Apply): প্রাইমারি টেটের জন্য অনলাইনেই সরাসরি করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbbpe.org) যেতে হবে তার জন্য।

বয়সসীমা(Age Limit) : আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন(Salary) : প্রতি মাসে বেতন মিলবে ২৮,৯০০ টাকা। এর সঙ্গে বেসিক বেতনের ১২ শতাংশ HRA-ও দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি(How to Recruit): লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

Click here for Guide to Online Registration : https://www.wbbpeonline.com/ImageHandlerForWebLayout.ashx?Type=RegistrationGuidePDF&EventCode=TET22

আরও পড়ুন : Primary TET : পুজোর আগেই (Primary TET) নিয়োগ নিয়ে দৃষ্টান্তমূলক নির্দেশ দিলো আদালত।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles