WB Accountant DEO Recruitment 2023 : রাজ্যে হিসাবরক্ষক ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

WB Accountant DEO Recruitment 2023 : পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পে কর্মী নেওয়া হচ্ছে। রাজ্যে জেলা লেভেলে জেলা ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে এবং রূপশ্রী প্রকল্প বিভাগে কর্মী নেওয়া হচ্ছে যেখানে একই সঙ্গে হিসাবরক্ষক তথা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নেওয়া হবে।

Click here for Official Notification and Application Form : https://drive.google.com/file/d/1XiYc9Ci6l2_26gFsQT-z6axV8_PonnHN/view?usp=share_link

1. পদের নাম(Name of the Post) – হিসাবরক্ষক(Accountant)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : হিসাবরক্ষক তথা Accountant পদে আবেদন জানাতে আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারের কাজের জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা(Age Limit of the Candidate): ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে।
মাসিক বেতন(Monthly Salary) : মাসিক গড় বেতন সর্বনিম্ন 15,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
2. পদের নাম(Name of the Post) – ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার টাইপিং এর কাজে জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা(Age Limit of the Candidate):  ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে।
মাসিক বেতন(Monthly Salary): মাসিক গড় বেতন সর্বনিম্ন 11,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি(Application Process) : অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
  • নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে বের করে নিন।
  • যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
  • সবার শেষে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সই করে এর সঙ্গে যুক্ত করে এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট(Required Documents) :

  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।
  • সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
আবেদনের সময়সীমা(Last Date of Application): আগামী 20/04/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles