SAIL Recruitment 2023 : ITI পাশে চাকরির সুযোগ ! দেখুন কিভাবে করবেন আবেদন !

Join Our WhatsApp Group For New Update

SAIL Recruitment 2023 : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) -এর তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমগ্র ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে ITI পাশ ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করা হলো।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1gNG02xZsOVBE5uy4pfD8Lb7XbE2WaQWB/view?usp=share_link

পদের নাম(Name of the Post) – Trade Apprentices.

মোট শূন্যপদ(Number of Vacancy)– মোট ২৩৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ট্রেড শূন্যপদ
Electrician ৬৫
Fitter ৫৭
Rigger ১৮
Turner ১২
Machinist ১৫
Welder ৩২
Computer/ICTSM
Ref. & AC ১৬
Mechanic-Motor Vehicle
Plumber
Draughtsman (Civil)
মোট শূন্যপদ ২৩৯ টি

 

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – দেশের যেকোনো সরকার স্বীকৃত আইটিআই (ITI) থেকে পূর্ণ সময়ের যেকোনো কোর্স শেষ তিন বছরের মধ্যে কমপ্লিট করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা(Age Limit) – ০১.০৪.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

মাসিক ভাতা(Monthly Allowance) – ৭০০০ টাকা। (ট্রেনিংয়ের পর বৃদ্ধি পাবে)।

আবেদন পদ্ধতি(Application Process) : ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।

Click here for 1st Time Registration : https://www.apprenticeshipindia.gov.in/candidate-login

Click here If Already Registered : https://www.apprenticeshipindia.gov.in/candidate-login

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ২৯.০৪.২০২৩ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : BSF Recruitment 2023 : মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ করছে ! কিভাবে করবেন আবেদন !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles