Swami Vivekananda Scholarship : স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হল, প্রতিমাসে পেতে পারেন ৫ হাজার টাকা!

WhatsApp Group Join Now
Google News Follow

Swami Vivekananda Scholarship : মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপ প্রদানের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন পড়ুয়ারা। দুই পরীক্ষার ফলাফল বেরিয়েছে বেশ কিছু দিন হল। আর এবার সংশ্লিষ্ট স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হল রাজ্যে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে কিভাবে আবেদন জানাবেন, আসুন জেনে নেওয়া যাক।

User Manual for Online Application Process in Swami Vivekananda Merit cum Means Scholarship (V4.0) : https://drive.google.com/file/d/1Tu3OZDcGblYkpn72gG_LtgWrNr6BObal/view?usp=sharing

আবেদন যোগ্যতা

  • মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন জানাতে হলে পড়ুয়াদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার নীচে।
  • পড়ুয়াকে পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।  এই স্কলারশিপে পড়ুয়ারা ১২ হাজার টাকা পেতে পারেন। তবে কোর্স বিশেষে স্কলারশিপের অর্থের পরিমাণ আলাদা হয়।

স্কলারশিপে পড়ুয়ারা পেতে পারেন ?

এই স্কলারশিপে পড়ুয়ারা ১২ হাজার টাকা পেতে পারেন। তবে কোর্স বিশেষে স্কলারশিপের অর্থের পরিমাণ আলাদা হয়।

আবেদন পদ্ধতি –

মেরিট কাম মিনস স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ও যোগ্য পড়ুয়ারা (https://svmcm.wbhed.gov.in) ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।

Click here for Official Website : https://svmcm.wbhed.gov.in

অ্যাপ্লিকশন ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। যে যে ডকুমেন্টগুলি লাগে সেগুলি হল-

  • জন্ম প্রমাণপত্র।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • পরবর্তী কোর্সে ভর্তির প্রমাণপত্র।
  • পারিবারিক আয়ের সার্টিফিকেট।
  • আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড ।
  • ব্যাঙ্কের পাসবুক।
  • পড়ুয়ার ছবি।

Click here for know Application Procedure : https://svmcm.wbhed.gov.in/page/application_procedure.php

আবেদন জানাবেন কিভাবে?

  • এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের স্কলারশিপের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত থাকলে রিনিওয়াল করতে হবে।
  • আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  • অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে লগ ইন আইডি দিয়ে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।

Click here for Online Application for Fresh application : https://svmcm.wbhed.gov.in/page/register.php

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship : টাকা ঢোকা শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ! আপনার অ্যাকাউন্টে ঢুকবে কবে ? জেনে নিন !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles