Swami Vivekananda Scholarship : টাকা ঢোকা শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ! আপনার অ্যাকাউন্টে ঢুকবে কবে ? জেনে নিন !

WhatsApp Group Join Now
Google News Follow

Swami Vivekananda Scholarship : রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান প্রক্রিয়া কার্যকরী করা হলো।

পড়ুয়াদের আর্থিক সাহায্য করতে, শিক্ষা ক্ষেত্রে সহায়তা করার ক্ষেত্রে কার্যকরী পশ্চিমবঙ্গের অন্যতম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া শুরু হলেও অনুদান না মেলায় ছাত্র-ছাত্রীদের প্রশ্ন ছিল আদেও অনুদান দেওয়া হবে কিনা।

এই স্কলারশিপ নিয়ে সম্প্রতি বড়ো আপডেট সামনে এসেছে। আবেদনকারীদের অনেকেরই প্রশ্ন ছিল আবেদনের টাকা কবে পাওয়া যাবে?

এবার এই সমস্ত মন্তব্য উড়িয়ে রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান প্রক্রিয়া কার্যকরী করা হলো।

স্বামী বিবেকানন্দ অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in

শুরু হয়েছে Swami Vivekananda Scholarship অনুদান প্রক্রিয়া।

  • পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ফ্রেশ এবং রিনিউয়াল উভয় প্রকার আবেদনকারী ছাত্র-ছাত্রীদের অনুদান প্রক্রিয়া শুরু করা হয়েছে।
  • আগামী দিনে খুব শীঘ্রই রাজ্যের সমস্ত যোগ্য ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের টাকা ট্রান্সফারও করে দেওয়া হবে।

অনুদান পাবেন শীঘ্রই।

  • যেসমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত এই স্কলারশিপের অনুদান পাননি, তারা শীঘ্রই পাবেন অনুদান।
  • এই স্কলারশিপের আওতায় আবেদন অনুদানের জন্য আবেদনের প্রক্রিয়া একটি লম্বা সময় ধরে কার্যকর থাকায় সমস্ত ছাত্র-ছাত্রীদের একই সাথে একেবারে অনুদান দেওয়া সম্ভব না।
  • আগামী দিনে আরও সময় ধরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এর অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর থাকবে।
  • জানা গিয়েছে যে, যে পড়ুয়াদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস sanctioned লেখা রয়েছে তারা খুব শীঘ্রই অনুদান পাবেন।
  • আর যাদের অ্যাপ্লিকেশনে aporoved লেখা আছে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস sanctioned লেখাটি এলে তবেই তারা এই স্কলারশিপের টাকা পাবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্যতা।

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার থেকে কম হতে হবে।
  • এছাড়া, পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • একাদশ, দ্বাদশ, ডিপ্লোমা ও গ্রাজুয়েশনের পড়ুয়াদের ক্ষেত্র গত বার্ষিক পরীক্ষায় নূন্যতম 60% নম্বর পেতে হবে।
  • পোস্ট গ্র্যাজুয়েশনের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কলারশিপের জন্য গ্র্যাজুয়েশনে কমপক্ষে ৫৩% নম্বর পেতে হবে।
  • তবে এই স্কলারশিপের সুবিধা নিলে অন্য কোনও সরকারি বা বেসরকারি স্কলারশিপ গ্রহণ করা যাবে না। অথবা পড়ুয়া অন্যান্য স্কলারশিপের অনুদান পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা নিতে পারবে না।

বন্ধ হতে চলেছে আবেদনের প্রক্রিয়া।

  • Swami Vivekananda Scholarship কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনের প্রক্রিয়া এখনও কার্যকর রয়েছে।
  • যে ছাত্র-ছাত্রীরা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাদের খুব শীঘ্রই এই স্কলারশিপের আওতায় নাম নথিভুক্ত করতে হবে।
  • খুব শীঘ্রই এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া বন্ধ হতে চলেছে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করতে হবে কিভাবে ?

অফিশিয়াল ওয়েবসাইট লিংক-

Click here for Official website : https://svmcm.wbhed.gov.in/

এরপর ‘Applicant Login’ এ ক্লিক করতে হবে।

নতুন পেজ ওপেন হলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদনকারীর ‘Application Id’, ‘Password’ এবং Security Code নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। তারপর Login করতে হবে। একটি pop-up দেখা যাবে। সেটি close করতে হবে। তাহলেই ডিভাইসের স্ক্রিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে। পেজের ৫ নম্বর অপশনে স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে এবং ৬ নং অপশনে ইন্সটিটিউট ডিটেইলস জানা যাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার তারিখ ছিল গত ১৭ মে থেকে। এই তারিখ থেকে ১০ দিনের মধ্যে প্রায় সকল আবেদনকারীদের ব্যাংক একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে গেছে। তবে এখনও যাদের একাউন্টে টাকা ঢোকেনি, অথচ স্ট্যাটাস Verified দেখা যাচ্ছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। শীঘ্রই টাকা একাউন্টে পাঠানো হবে।

আর স্ট্যাটাস Verified না দেখানো হলে নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলতে পারেন।

হেল্পলাইন নম্বর- 1800 102 8014

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে একাদশ শ্রেণী থেকে পিএইচডি প্রযন্ত শিক্ষার্থীদের বছরে 12 হাজার টাকা থেকে 60 হাজার টাকা প্রযন্ত স্কলারশিপ অনুদান দেওয়া হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, গত বার্ষিক পরীক্ষায় 59% এর ঊর্ধ্বে নম্বর পেতে হবে ও পারিবারিক বার্ষিক আয় দুই লক্ষ 50 হাজার টাকার থেকে কম হতে হবে।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship 2023 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ বছরে পড়ুয়াদের জন্য 24,000 টাকার ঘোষণা, আবেদন করুন এখনই!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles