Swami Vivekananda Scholarship 2023 : মাধ্যমিক পাশ করলেই মিলবে 24,000 টাকা। রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ হিসেবে দেওয়া হবে এই টাকা।
এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য প্রদান করা। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ‘বিকাশ ভবন স্কলারশিপ’ নামেও পরিচিত। প্রতি বছর রাজ্যের বহু সংখ্যক পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে স্কলারশিপ পেয়ে থাকে।
মাধ্যমিকের ফলপ্রকাশের পরই আবেদন করতে হয় এই স্কলারশিপের জন্য। মে মাসের মধ্যেই ফলপ্রকাশের পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দফতর। এরপরেই শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন প্রক্রিয়া।
Overview – Swami Vivekananda Scholarship 2023
Scholarship Name | Swami Vivekananda Scholarship |
Launched by | Government of West Bengal |
Beneficiaries | West Bengal Students |
Objective | Providing the Benefit of Scholarship to the Students of West Bengal |
Benefits | Scholarship Benefits |
Category | West Bengal Government Schemes |
Application Procedure | Online |
Official Website | svmcm.wbhed.gov.in |
আবেদনের যোগ্যতা(Eligibility of Application) :
- এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র ছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- পড়ুয়াকে রাজ্যের স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
- পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
- আবেদনের ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীকে পূর্ববর্তী বছরের শ্রেণীতে নূন্যতম ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।
আবেদনের নথিপত্র(Application documents) :
- আবেদনের ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীকে পূর্ববর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র।
- যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে পারিবারিক বার্ষিক আয় প্রমাণপত্র।
- আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড।
- ছাত্র বা ছাত্রীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
আবেদনকারীদের যোগ্যতা(Qualification of Applicants) :
- মাধ্যমিকে 60% নম্বর পেয়ে পাশ হবে।
- পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় যেন কম হয়।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- নিজের আধার কার্ড থাকতে হবে।
- নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আবেদন করবেন?(How to apply Swami Vivekananda Scholarship)?
- প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Click here for Official Website : https://svmcm.wbhed.gov.in/
- হোম পেজে ‘How To Apply’ বাটনে ক্লিক করুন।
Instructions for submission of Online Application of Swami Vivekananda Merit Cum Means Scholarship : https://svmcm.wbhed.gov.in/page/application_procedure.php
- খুলে যাওয়া নতুন পেজের নীচের দিকে চেক বক্সে ক্লিক করে ‘Proceed for Registration’ বাটনে ক্লিক করুন।
Click here for Proceed for Registration : https://svmcm.wbhed.gov.in/page/register.php
- পরের নতুন পেজ থেকে ‘Directorate of School Education (DSE)’- এই অপশনের দেখা মিলবে।
- এবার ‘Apply for Fresh Application’ লিংকে ক্লিক করতে হবে।
Apply for Fresh Application - এরপর রেজিস্ট্রেশন ফর্মে মাধ্যমিক পরীক্ষার অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট নথিগুলি দিতে হবে।
- মাধ্যমিক পরীক্ষার পর বর্তমানে আবেদনকারীর অবস্থা বর্ণনা করার জন্য লেখাপড়ার থেকে শুরু করে তাঁর নাম, ঠিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য ও বৈধ ইমেল আইডি আর ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
- এবার একটি পাসওয়ার্ড প্রস্তুত করে ‘Registrar’ বাটনে ক্লিক করুন।
- ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বরে OTP আসবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে।
- এবার হোম পেজের ‘Applicant Login’-এ গিয়ে Applicant ID, Password ও Security Code দিয়ে Login করুন।
Applicant Login - খুলে যাওয়া নতুন পেজের বামদিকে ‘Dashboard’-এর ‘Edit Application’ লিঙ্কে ক্লিক করুন।
- এরপর প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে ‘Save and Continue button’ এ ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হবে।
স্বামী বিবেকানন্দ বৃত্তির প্রয়োজনীয় নথিপত্র(Required Documents of Swami Vivekananda Scholarship) :
- আবেদনকারীর মাধ্যমিকের প্রমাণপত্র।
- আবেদনকারীর আধার কার্ড।
- বাড়ির ইনকাম সার্টিফিকেট।
- নতুন পড়াশোনায় ভর্তির রশিদ।
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পেজের জেরক্স।
- রঙিন পাসপোর্ট ফটো।
- সিগনেচার।