WB Bandhan Bank Recruitment 2023 : রাজ্যের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ ! সরাসরি ইন্টারভিউ -র মাধ্যমে নিয়োগ করা হবে।

Join Our WhatsApp Group For New Update

WB Bandhan Bank Recruitment 2023 : বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ। রাজ্যের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে, সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, চাকরির পোস্টিং নিজের পিন কোড( Pin Code) অনুযায়ী দেওয়া হবে। এক্ষেত্রে অন্যান্য ব্যাংকের তুলনায় কম যোগ্যতায় চাকরি করতে পারবেন। কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং ব্যাংকে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে বন্ধন ব্যাংকে সংশ্লিষ্ট নিয়োগের সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন।

Click here for Official Notification or More Details Regarding Recruitment : https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=xO1yueOSjTs%3D

শূন্যপদ সমূহ(Details of Vacancy) :

  • ব্যাক অফিস এক্সিকিউটিভ(Bank office Executive),
  • রিলেশনশিপ ম্যানেজার(Relationship Manager),
  • এক্সিকিউটিভ অফিসার(Executive Officer),
  • ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator),
  • অপারেটর কেওয়াইসি ভেরিফিকেশন(Operator for KYC Verification),
  • ব্যাঙ্কিং অফিসার(Banking Officer)

শূন্যপদ সংখ্যা(Number of Vacancy) :এক্ষেত্রে জেলায় জেলায় 79 শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): বন্ধন ব্যাংকে (WB Bandhan Bank Recruitment 2023) চাকরি করতে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য হলেই হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকলে উপযুক্ত পদে নিযুক্ত করা হবে।

বয়সসীমা(Age Limit) : বন্ধন ব্যাংকে (WB Bandhan Bank Recruitment 2023) এ আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছরের মধ্যে এবং এক্ষেত্রে সর্বাধিক বয়স হতে হবে 32 বছরের মধ্যে।

মাসিক বেতন(Monthly salary) : বন্ধন ব্যাংকে (Bandhan Bank) এ সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হলে প্রার্থীকে প্রতি মাসে 14,500- 24,700 টাকা দেওয়া হবে।

নিয়োগের স্থান(Place of Recruitment) : বন্ধন ব্যাংকে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে পিন কোড অনুযায়ী নিদিষ্ট ব্রাঞ্চে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া(Recruitment Procedure): সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Procedure) : এক্ষেত্রে দুই মাধ্যমে আবেদন করতে পারবেন। সরকারি Phone Number অথবা Email Address এ যোগাযোগ করে এবং NCS এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে সরাসরি যোগাযোগ করায় সবথেকে উত্তম।

Click here for 1st time Registration : https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/Registration.aspx

Click here If Already Registered : https://www.ncs.gov.in/_layouts/15/ncsp/user-management/login.aspx

Help line Number and E-Mail ID : 

Mobile Number :- 9051761081
Email Address :- hrdepartment571@gmail.com

উপরোক্ত মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেসে সরাসরি যোগাযোগ করে ইন্টারভিউ ও তার সম্পর্কে সবিস্তারে জেনে নিবেন।

আরও পড়ুন : SECR Recruitment 2023 : রেলওয়ে নিয়োগ 2023 ! ITI (মোট 1033টি শূন্যপদ) এর জন্য আবেদন করুন !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles