Bandhan Bank Recruitment 2023 : বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় সব মিলিয়ে মোট ১০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে চাকরিতে নিয়োগ করা হবে।
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা কত হওয়া দরকার, আবেদনের শেষ তারিখ কত, আবেদন পদ্ধতি কি এইসব বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
শূন্যপদ গুলির নাম(Name of the Vacancy):- Back Office ও Front Office অর্থাৎ অফিসের বাইরের ও অফিসের ভিতরের বিভিন্ন কাজ পরিচালনার জন্য কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম ওয়েবসাইটে উল্লেখ না করা হলেও যে যে শূন্যপদ গুলির নাম উল্লেখ করা হয়েছে সেগুলি হল-
- Operation Executive
- MIS Executive
- Data Entry Operator
- Credit Manager (Loan Segment)
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- আবেদনকারীকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস হতেই হবে। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও এখানে সমান ভাবে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্য। এই শিক্ষাগত যোগ্যতা গুলি ছাড়াও উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বেসিক কম্পিউটার নলেজ ও গুড কমিউনিকেশন স্কিল অবশ্যই থাকতে হবে।
বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
বেতন(Salary) : ১৪,৫০০-২৭,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী(Application Procedure):-
- অনলাইন পোর্টাল National Career Service এ প্রবেশ করতে হবে।
Click here for Online Portal : https://www.ncs.gov.in/
- সেখানে Apply now Option এ ক্লিক করতে হবে।
- এরপর যে window টি Open হবে সেখানে আপনার নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents): –
ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে করে যেসব প্রয়োজনীয় প্রমান পত্র গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি ছাড়াও যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে তাহলে সেই সব শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর অরিজিনাল কপি ও এক কপি করে জেরক্স কপি।
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি।
- বায়োডাটার অরিজিনাল কপি এবং জেরক্স কপি।
- recent তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
- আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।
প্রার্থী বাছাই পদ্ধতি(Candidate selection process):- বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত উল্লেখিত শূন্যপদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কিছু পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবার কিছু পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোন পদের ক্ষেত্রে ঠিক ক ভাবে নিয়োগ করা হবে তা জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে জেনে নেবেন।
আপনি যদি ইন্টারভিউয়ে সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষ হওয়ার কিছুদিন পরেই আপনাকে জয়েন করতে বলা হবে।
আবেদনের সময়সীমা(Application deadline) :- অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা বর্তমানে চলছে।
আরও পড়ুন : Webel Recruitment : 500-র বেশি ইঞ্জিনিয়ার নিয়োগ করছে ওয়েবেল,বেতন কত?