Indian Railway Recruitment : ভারতীয় রেলওয়ের অধীনে চাকরির সুযোগ ! বিপুল শূন্যপদে আবেদন করবেন কীভাবে?

WhatsApp Group Join Now
Google News Follow

Indian Railway Recruitment : ইন্ডিয়ান রেলওয়ের অধীনস্থ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, জয়পুরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জয়পুর আরআরএফ বা আরপিএসএফ-এর কর্মী ব্যতীত সমস্ত নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের কর্মচারীদের থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।

7 এপ্রিল থেকে শুরু আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী 6 মে পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in-তে অনলাইনে আবেদন করতে হবে।

Click here for Official Notification : https://rrcjaipur.in/storeWebFiles/423_566625.pdf

শূন্যপদের সংখ্যা(Number of Vacancy) : রেলের(Indian Railway Recruitment ) তরফে জানানো হয়েছে যে মোট 238 টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে অসংরক্ষিত 120, এসসি 36, ওবিসি 64, এসটি 18 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

-:এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:-

সংস্থা

ইন্ডিয়ান রেলওয়ে
পদের নাম

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট(ALP)

শূন্যপদের সংখ্যা

২৩৮
আবেদন পদ্ধতি

অনলাইন

আবেদনের শেষ তারিখ

০৬.০৫.২০২৩

 

বেতন(Salary) :সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে পে ম্যাট্রিক্সের লেভেল ২ অনুযায়ী অর্থাৎ মাসিক 19900 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা(Age Limit) : ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৪২ বছর। যদিও ওবিসি প্রার্থীরা 45 বছর এবং এসসি/এসটি প্রার্থীরা 47 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

আবেদনের যোগ্যতা(Required Qualification) : প্রার্থীদের (1) ফিটার (2) ইলেকট্রিশিয়ান (3) ইন্সট্রুমেন্ট মেকানিক (4) মিলরাইট/মেনটেন্যান্স মেকানিক (5) মেকানিক (রেডিও ও টিভি) (6) ইলেকট্রনিক্স মেকানিক (7) মেকানিক (মোটর ভেহিকেল) 8) ওয়্যারম্যান (9) ট্র্যাক্টর মেকানিক (10) আর্মেচার এবং কয়েল উইন্ডার (11) মেকানিক (ডিজেল) (12) হিট ইঞ্জিন-এই ট্রেডে পাশ করা আইটিআই/অ্যাক্ট শিক্ষানবিশ হতে হবে। আইটিআই-এর পরিবর্তে মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া(Recruitment Process) : প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক কিংবা লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় রয়েছে নেগেটিভ মার্কিংও। পাশাপাশি অ্য়াপ্টিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

 আবেদন করবেন কীভাবে(How to Apply) : 

  • প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in-তে যেতে হবে।

Click here for Official Website : www.rrcjaipur.in

  • “জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন (জিডিসিই) কোটা রিক্রুটমেন্ট 2023”-এর জন্য লিঙ্কে ক্লিক করতে হবে।

Click here : https://apply.rrcjaipur.in/

Click here for application Procedure : https://apply.rrcjaipur.in/HowtoApply

  •  ভালোভাবে যোগ্যতার মাপকাঠি পড়ে নিতে হবে।

Click here for 1st time Registration : https://apply.rrcjaipur.in/NewRegistration

  • প্রয়োজনীয় বিবরণী দিয়ে এবার আবেদনপত্র পূরণ করতে হবে।

Click here for Already Registered : https://apply.rrcjaipur.in/StudentLogin

  • এবার প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • শেষে আবেদনপত্র পূরণ করতে হবে।

আরও পড়ুন : Visva Bharati Recruitment 2023 : বিশ্বভারতীতে 700-র বেশি শূন্যপদে নিয়োগ, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles