Railway Recruitment 2023 : সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । ভারতীয় রেলের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে স্কিল ইন্ডিয়া ট্রেনিং প্রোজেক্টের মাধ্যমে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য।
E/PB/R/Rectt/Act Appr./01/2023-24
Click here Official Notification : https://drive.google.com/file/d/1RTMDEk3cZBoi8bF5qdCIyfmXA-4eqLdd/view?usp=sharing
পদের নাম(Name of the Post) – ট্রেড অ্যাপ্রেন্টিস (Tread Apprentice)
শূন্যপদ(Number of Vacancy) – মোট শূন্যপদ ৮০৩ টি ।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) – যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে । তার সাথে আইটিআই পাশ করতে হবে ।
বয়সীমা(Age Limit) – প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৫ ও সর্বউচ্চ বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে ।
মাসিক বেতন (Monthly Salary) – Apprentices Act – 1962 এবং Apprenticeship rules – 1962 এর নিয়ম মতে প্রত্যেক প্রার্থীকে মাসিক ভাতা দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি(Application Process) –
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- অফলাইনে কোনরকম ভাবে আবেদন করা সম্ভব নয়। আবেদন করতে হবে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে ।
Click here for Official Website : https://www.apprenticeshipindia.gov.in/
Click here for Login As a Candidates or Registrar as a Candidates : https://www.apprenticeshipindia.gov.in/candidate-login
আবেদনের শেষ তারিখ(Last Date of application) – এই পদের আবেদনের শেষ তারিখ 22 জুন ২০২৩ ।
ঠিকানা (Place of Recruitment) – Sr Divisional Personnel Office , DRM Office Complex, Near Waltiar Gate Raipur (C.G) Pin – 492009
আরও পড়ুন : IRCTC Recruitment : IRCTC তে কম্পিউটার অপারেটর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন !