UPI Payment :
- কানারা ব্যাঙ্ক RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের UPI পেমেন্টের সুবিধা চালু করেছে। এই সুবিধাটি ব্যাঙ্কের জনপ্রিয় ‘Canara ai1’ ব্যাঙ্কিং সুপার অ্যাপেও দেওয়া হয়েছে। কানারা ব্যাঙ্ক হল প্রথম পাবলিক সেক্টর ব্যাঙ্ক যা NPCI-এর সঙ্গে যৌথভাবে এই সুবিধা চালু করেছে। ব্যাঙ্কের গ্রাহকরা এখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও RuPay ক্রেডিট কার্ড থেকে ব্যবসায়ীদের UPI পেমেন্ট করতে পারবেন।
Click here for more Details to know about UPI : https://www.npci.org.in/what-we-do/upi/product-overview
- RuPay ক্রেডিট কার্ডগুলি এখন UPI আইডির সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। এই নির্বিঘ্ন, নিরাপদ এবং সুরক্ষিত ডিজিটাল পেমেন্ট পদ্ধতি গ্রাহকদের ক্রেডিট কার্ড লেনদেন করতে দেয় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। কানারা ব্যাঙ্কের এমডি এবং সিইও শ্রী কে. সত্যনারায়ণ রাজু জানিয়েছেন, ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতিটি অ্যাকাউন্ট লিঙ্কিং পদ্ধতির মতোই। গ্রাহকরা লিঙ্ক করার জন্য অ্যাকাউন্ট তালিকার সময় কানারা ক্রেডিট কার্ড নির্বাচন করতে পারেন।
- UPI লেনদেনের জন্য প্রযোজ্য লেনদেনের সীমা RuPay ক্রেডিট কার্ড ব্যবহার করে UPI পেমেন্টের জন্য অব্যাহত থাকবে। ব্যাঙ্ক জানিয়েছে, এই সুবিধা ডিজিটাল পেমেন্টকে আরও উন্নত করবে। সেইসঙ্গে UPI ইকোসিস্টেমকে প্রসারিত করবে। এই ঘোষণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে, NPCI-এর MD এবং CEO শ্রী Dilip Asbe বলেছেন যে UPI-তে RuPay ক্রেডিট কার্ডের সংযুক্তিকরণ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে।”
Click here for more details to know about Repay : https://en.wikipedia.org/wiki/RuPay
রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে কারা UPI ব্যবহার করতে পারবেন?
বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের গ্রাহককে রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে BHIM অ্যাপ দিয়ে ইউপিআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। BHIM অ্যাপের মাধ্যমে ইউপিআই-তে বর্তমানে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন Punjab National Bank, Union Bank of India, Indian Bank এবং Canara Bank -এর গ্রাহকরা।
কী ভাবে রুপে ক্রেডিট কার্ডের সঙ্গে UPI লিঙ্ক করবেন?
- প্রথম ধাপ: BHIM UPI অ্যাপ খুলুন
- দ্বিতীয় ধাপ: পাসকোড লিখুন
- তৃতীয় ধাপ: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করুন
- চতুর্থ ধাপ: অ্যাড অ্যাকাউন্ট করতে হবে।
রুপে ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআই-তে কী ভাবে অর্থপ্রদান করবেন?
- প্রথম ধাপ: মার্চেন্ট ইউপিআই অথবা কোড স্ক্যান করতে হবে।
- দ্বিতীয় ধাপ: স্বয়ংক্রিয়ভাবে আসা অংশে অর্থের অঙ্ক লিখুন। এরপর ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে।
- তৃতীয় ধাপ: রুপে ক্রেডিট কার্ড নির্বাচনের পর ইউপিআই পিন দিন।
রুপে ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআই-তে কী ভাবে অর্থপ্রদান করবেন?
- প্রথম ধাপ: মার্চেন্ট ইউপিআই অথবা কোড স্ক্যান করতে হবে।
- দ্বিতীয় ধাপ: স্বয়ংক্রিয়ভাবে আসা অংশে অর্থের অঙ্ক লিখুন। এরপর ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে।
- তৃতীয় ধাপ: রুপে ক্রেডিট কার্ড নির্বাচনের পর ইউপিআই পিন দিন।
আরও পড়ুন : UPI Payment : UPI পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল বৃহত্তম এই ব্যাঙ্ক, জানুন বিশদে!