UPI Payment : ইউপিআই লেনদেন এবার ব্যয়বহুল হচ্ছে ! অতিরিক্ত চার্জ দিতে হবে।

Join Our WhatsApp Group For New Update

UPI Payment : নগদে লেনদেন ছেড়ে এখন অনলাইন লেনদেনে স্বচ্ছন্দ অনেকেই। তবে ইউপিআই-এর মাধ্যমে লেনদেনে খরচ বাড়ছে বলে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

জিপে(Google Pay),ফোন পে(Phone Pay) কিংবা অন্য কোনও সংস্থার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করলে নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ।

অনলাইন টাকা লেনদেন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ‘পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (এনপিসিআই) যে নয়া বিধি আনতে চলেছে, তাতে বলা হয়েছে, ২০০০ বা তার বেশি টাকা লেনদেন করবেন যাঁরা, তাঁদেরই শুল্কবাবদ এই অতিরিক্ত টাকা দিতে হবে।

১ এপ্রিল, ২০২৩ থেকে, UPI লেনদেন ব্যয়বহুল হতে চলেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) পেমেন্ট সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে, ১ এপ্রিল থেকে ইউপিআই-এর মাধ্যমে মার্চেন্ট লেনদেনের উপর ‘প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই)’ চার্জ আরোপ করার সুপারিশ করা হয়েছে। এই পরিবর্তন কোটি কোটি মানুষকে প্রভাবিত করবে।

সারচার্জ প্রস্তাবিত ১.১ শতাংশ।

NPCI দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে, ১ এপ্রিল থেকে ২,০০০ টাকার উপরে লেনদেনের উপর ১.১ শতাংশ সারচার্জ আরোপ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই চার্জটি মার্চেন্ট লেনদেনকে দিতে হবে। অর্থাৎ ব্যবসায়ীদের অর্থ প্রদান করার সময় গ্রাহকদেরকে দিতে হবে। ওয়ালেট অথবা কার্ডের মাধ্যমে করা লেনদেন PPI তে আসে। ইন্টারচেঞ্জ ফি সাধারণত কার্ড পেমেন্টের সঙ্গে যুক্ত থাকে।

For more information, visit : https://www.npci.org.in/

ব্যয়বহুল হয়ে উঠবে ডিজিটাল মোডের মাধ্যমে করা অর্থপ্রদান।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) জানিয়েছে যে ৩০ সেপ্টেম্বর ২০২৩ বা তার আগে পর্যালোচনা করা হবে। NPCI-এর সার্কুলারের ভিত্তিতে, ১ এপ্রিল থেকে, Google Pay, Phone Pay এবং Paytm-এর মতো ডিজিটাল মোডের মাধ্যমে করা পেমেন্টগুলি ব্যয়বহুল হয়ে উঠবে। ২,০০০ টাকার বেশি দেন, তাহলে আপনাকে সেই পেমেন্টের জন্য আরও বেশি টাকা দিতে হবে।

রিপোর্টে কি প্রকাশিত হয়েছে।

রিপোর্টে প্রকাশিত হয়েছে যে UPI লেনদেনের ৭০ শতাংশ ২,০০০ টাকার বেশি। NPCI-এর সার্কুলারে বলা হয়েছিল যে ১ এপ্রিল থেকে নিয়মটি কার্যকর হওয়ার পরে, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এর আগে এটি পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন : Update of UPI App : UPI App থেকে আপাতত চিন্তামুক্ত দুই বছরের জন্য!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles