West Bengal Anganwadi Recruitment 2023 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ রাজ্যে,আবেদন করুন অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে!!!

WhatsApp Group Join Now
Google News Follow

West Bengal Anganwadi Recruitment 2023 :  রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ করে থাকলে যেকোনো মহিলা প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবেন। কোন জেলায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1UHc51QTODXIw654W9nD0sqsU_NQ9QlV1/view?usp=sharing

পদের নাম(Name of the Post) – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।

মোট শূন্যপদ(Number of Vacancy) – ১৫৫ টি। (ব্লক ভিত্তিক শূন্যপদের পরিসংখ্যান অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত আছে।)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের নূন্যতম অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ হতে হবে। শিশু খাদ্য রান্না এবং প্রাথমিক শিক্ষাদানের ধারণা থাকলে অগ্রাধীকার পাবেন চাকরিপ্রার্থীরা।

বয়সসীমা(Age Limit) – ১ জানুয়ারী, ২০২৩ তারিখ অনুযায়ী, বয়স হতে হবে নুন্যতন ১৮ বছর থেকে সর্বাধিক ৪৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি(Application Procedure)

  • অনলাইন আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
  • hooghly.nic.in ওয়েবসাইটে ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশানে থাকা অনলাইন আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে।

Click here for Official Website : https://hooghly.nic.in/

Click here for Apply Online : https://hooghlyonline.in/icds_hooghly_22/application/appindex.html

  • প্রতিটি প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে পূরণ করার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে।
  • আবেদন জানানোর সময় আবেদনকারীদের একটি পাসপোর্ট সাইজ ফটো, নিজের স্বাক্ষর, জাতি শংসাপত্র ইত্যাদি নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

Know Your Application ID : https://hooghlyonline.in/icds_hooghly_22/application/know.php

Click here for Reprint the Application : https://hooghlyonline.in/icds_hooghly_22/application/reprintapp.php

নিয়োগ স্থান(Place of Recruitment) – হুগলি জেলার পাণ্ডুয়া, জাঙ্গীপাড়া, আরামবাগ ও ভদ্রেশ্বরের বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে এই নিয়োগ হবে।

নিয়োগ পরীক্ষার পাঠক্রম-
ক. মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী): পূর্ণমান – ১৫
খ. পাটি গণিত (অষ্টম শ্রেণী): পূর্ণমান – ২০
গ. পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন: পূর্ণমান – ১৫
ঘ. ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ: পূর্ণমান – ২০
ঙ. সাধারণ জ্ঞান: পূর্ণমান – ২০

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) – ৪ সেপ্টেম্বর, ২০২৩।

আরও পড়ুন : IRCON Recruitment 2023 : অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ!!!বিস্তারিত জানুন আবেদন পদ্ধতি সম্পর্কে!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles