IOCL Recruitment 2023 : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে মোট ১৮২০ শূন্যপদে নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ৫ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত। আবেদন করতে আগ্রহী এবং ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1KsFbuhVGBIc7XlTnKs-HdPnI33YoYWf7/view?usp=sharing
আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে -এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে পারেন।
শূন্যপদ : মোট ১৮২০ টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা : ১৮ থেকে ২৪ বছর।
নিয়োগ প্রক্রিয়া :
- অনলাইনে প্রাপ্ত নাম্বার এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) প্রদত্ত শর্তের ভিত্তিতে, আবেদনকারীর মধ্যে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে।
- অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যে সকল তথ্য প্রার্থী আবেদনপত্রে দিয়েছেন তার সত্যতা যাচাই করা হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে যোগ্য প্রার্থীকে শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীর কোন পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে।
আবেদন প্রক্রিয়া :
- প্রথমে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com লগইন করুন।
Click here for Official Website : https://iocl.com/
- ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে ক্যারিয়ার ট্যাব অপশনে ক্লিক করুন।
- এরপর Engagement of Apprentices vide Advertisement No. IOCL/MKTG/APPR/2023-24- এই লিঙ্কে ক্লিক করুন।
Click here for Engagement of Trade/Technician/Graduate Apprentice under the Apprentices Act, 1961 at IOCL : https://www.ioclmd.in/index
- তারপর লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়ে রেজিস্টার করে ফর্ম ফিল আপ করে জমা করুন।
- ফর্ম বাদাদ ফি জমা করুন।