Campus Recruitment Drive 2024 : সুপ্রিম ইন্ডাষ্ট্রিজ, দুর্গাপুরে ক্যাম্পাস ইন্টারভিউ !!! ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Campus Recruitment Drive 2024 : সুপ্রিম ইন্ডাষ্ট্রিজ, দুর্গাপুর আগামী ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখ ক্যাম্পাস ইন্টারভিউ নিতে আসছে দুর্গাপুর সরকারি আইটিআই-এ। ইন্টারভিউ শুরু হবে সকাল ১০টায়।কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এই ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন।

ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীরা হলেন :

  • আইটিআই-এর ফিটার, ইলেকট্রিশিয়ান ও মেশিনিস্ট ট্রেডের ছাত্র-ছাত্রী।
  • মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী ছাত্র-ছাত্রী।

ইন্টারভিউয়ে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত নথিপত্র সঙ্গে আনতে হবে :

  • আইটিআই বা ডিপ্লোমা সার্টিফিকেট।
  • রেজিস্ট্রেশন কার্ড।
  • জাতীয় পরিচয়পত্র।
  • পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির স্থান : দুর্গাপুর।

স্টাইপেন্ড : ১.০২ লক্ষ থেকে ১.২০ লক্ষ টাকা প্রতি বছর।

দ্রষ্টব্য : NAPS পোর্টালে নিবন্ধন করা বাধ্যতামূলক।

Click here for Registration at NAPS Portal : https://www.apprenticeshipindia.gov.in/

আরও পড়ুন : HITACHI Astemo Limited Recruitment : হিটাচি আস্তেমো লিমিটেডে চাকরির সুযোগ !!! ডিপ্লোমা ও আইটিআই পাস আউটদের জন্য ক্যাম্পাস রিক্রুটমেন্ট !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles