PNB Scholarship 2023-24 : ছাত্রছাত্রীরা বছরে ৪০০০০ টাকা পাবে !!! অনলাইনে আবেদন !!! কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখে নিন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

PNB Scholarship 2024 : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাউজিং ফাইনান্স দপ্তরের পক্ষ থেকে পেহেল ফাউন্ডেশন এবং বিদ্যাসারথী পোর্টালের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহায়তা করার জন্য নতুন স্কলারশিপ এর সূচনা করা হয়েছে।

Click here for More Details of PNB Scholarship : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/resources/409/1043_24.html

PNB Scholarship 2024
PNB Scholarship 2024

 

ছাত্র-ছাত্রীরা বছরে দশ হাজার টাকা এককালীন থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে যোগ্যতা অনুযায়ী। প্রাইভেট স্কলারশিপ হওয়ার কারণে অন্যান্য স্কলারশিপের সঙ্গে আবেদন করতে পারবে।

কীভাবে আবেদন করবেন ও বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আবেদনকারীর যোগ‍্যতা :

  • মাধ‍্যমিকে প্রাপ্ত নম্বর ৬০% ও উচ্চমাধ‍্যমিকে প্রাপ্ত নম্বর নূন‍্যতম ৬০ % ও ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট পরীক্ষায় ৬০%নম্বর পেয়ে রাখতে হবে।
  • ছাত্রছাত্রীদের বাৎসরিক পারিবারিক আয় ৩০০০০০ টাকা এর নিচে হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই BA, BCA, BSC, B.Com মত ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
  • আবেদনকারীর নিজস্ব বৈধ ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট থাকতে হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথি :

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
  • প্রার্থীর নিজস্ব পরিচয়পত্রের প্রমান।
  • স্থায়ী ঠিকানার প্রমান।
  • পারিবারিক আয়ের প্রমান।
  • প্রারম্ভিক শিক্ষা বর্ষের মার্কশিট।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান।
  • চলতি বছরে ফি এর নোটিশ।

কত টাকা স্কলারশিপ দেওয়া হবে কোন কোন বিভাগে :

শ্রেণী বছরে স্কলারশিপ
নবম শ্রেণী ১০০০০ টাকা
দশম শ্রেণী ১০০০০ টাকা
একাদশ ও দ্বাদশ শ্রেণী ১২৫০০ টাকা
ITI তে পাঠরত পড়ুয়ার জন‍্য ১৫০০০ টাকা
ডিপ্লোমা পাঠরত পড়ুয়ার জন‍্য ২৫০০০ টাকা
আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন‍্য ৩০০০০ টাকা
MTech এর ছাত্রছাত্রীদের জন‍্য ৩০০০০ টাকা
পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন‍্য ৪০০০০ টাকা

 

আবেদন পদ্ধতি : প্রার্থীরা বিদ‍্যাভারতীর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। ধাপে ধাপে রেজিস্ট্রেশন করে সমস্ত তথ‍্য সহকারে সঠিকভাবে আবেদন ফর্ম পূরন করবেন।

Click here for Apply Online : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/registration

আবেদনের শেষ তারিখ : ৩১ শে জানুয়ারির মধ‍্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন অর্থাৎ আজই আবেদনের শেষ তারিখ।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship 2023-24 : Application Sanctioned !!! স্বামী বিবেকানন্দ স্কলারশিপ !!! ছাত্র-ছাত্রীদের খুশির খবর !!! টাকা ঢোকা শুরু হবে শীঘ্রই !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles