Indian Post Payment Bank Recruitment 2024 : এক্সিকিউটিভ নিয়োগ !!! ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে !!! মাসিক বেতন ৩০ হাজার টাকা!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Indian Post Payment Bank Recruitment 2024 : ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে এখানে। দেশের মোট 13 টি রাজ্য, অর্থাৎ, Bihar, Delhi, Gujarat, Haryana, Jharkhand, Karnataka, Madhya Pradesh, Maharashtra, Odisha, Punjab, Rajasthan, Tamil Nadu এবং Uttar Pradesh এ নিয়োগ হবে।নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

পদ : এক্সিকিউটিভ / Executive।

শূন্যপদ : 47 টি শূন্যপদ।

যোগ্যতা : গ্র্যাজুয়েট হলেই এখানে আবেদন করা যাবে। সাথে সেলসে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : 

  • আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন : মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি :

  • লিখিত পরীক্ষা,
  • গ্রুপ ডিসকাশন এবং
  • ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগের সময়সীমা :  প্রথমে 1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে তা আরও দুই বছর বাড়িয়ে দেওয়া হতে পারে।

আবেদন পদ্ধতি : 

  • আবেদন করতে হবে অনলাইনে।
  • আবেদন করার জন্যে www.ippbonline.com. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে।

Click here for Official Website : www.ippbonline.com

  • এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।

    Indian Post Payment Bank Recruitment 2024
    Indian Post Payment Bank Recruitment 2024

Click here for New Registration : https://ibpsonline.ibps.in/ipppblfeb24/basic_details.php

Login for already Registered Candidates : https://ibpsonline.ibps.in/ipppblfeb24/

  • এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে।
  • অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য  : SC / ST/ PwBD প্রার্থীদের জন্য 150 টাকা, GEN / OBC / EWS প্রার্থীদের জন্য 750 আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা : এখানে আবেদন করার শেষ দিন 05.04.2024 তারিখের 11.59 PM

আরও পড়ুন : DRDO Recruitment 2024 : DRDO তে অ্যাপ্রেন্টিস নিয়োগ !!! মোট ১৫০ টি শূন্যপদ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles