DRDO Recruitment 2024 : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এর পক্ষথেকে অ্যাপ্রেন্টিস পদে প্রার্থী নিয়োগ করা হবে মোট ১৩২ টি শূন্যপদে। আগামী ০৯ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1KOrCsZqJKc0N-ADy9UwF1tpOAzK8iPAQ/view?usp=sharing
Overview :
নিয়োগ সংস্থা | প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO |
---|---|
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ১৫০ |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অনলাইন |
ওয়েবসাইট | drdo.gov.in |
পদের নাম : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর,
- স্নাতক অ্যাপ্রেন্টিস,
- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও
- ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর অ্যাপ্রেন্টিস পদে সবমিলিয়ে মোট ১৫০ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা : অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কে যেকোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে স্নাতক, ডিগ্রি, ডিপ্লোমা ও আই.টি.আই কমপ্লিট করতে হবে।
বয়সসীমা : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা- ৩ বছর, ST, SC প্রার্থীরা- ৫ বছর ও PWD প্রার্থীরা- ১০ বছরের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি :
- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য সর্বপ্রথম DRDO এর অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in গিয়ে আবেদন লিংক খুঁজে বের করবেন।
Click here for Official Website : drdo.gov.in
- তারপর আবেদন লিংকে ক্লিক করবেন (নিচে দেওয়া আবেদন লিংকেও ক্লিক করতে পারেন)।
Click here for 1st Time Registration for Online Application : https://rac.gov.in/drdo/public/register
Click here for already registered candidates for Online Application : https://rac.gov.in/drdo/public/login
- তারপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি ফিলাপ করবেন।
- তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে নিবেন।
- তারপর আবেদন মুল্য প্রদান করে সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন।
নির্বাচন প্রক্রিয়া :
- প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের পাস নম্বর অনুসারে একটি মেরিট লিস্ট বেরোবে।
- সেই মেরিট লিস্টে যে সমস্ত প্রার্থীদের নাম থাকবে তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফী : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন মুল্য লাগছে না।
আবেদনের শেষ তারিখ : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর অ্যাপ্রেন্টিস পদে আগামী ০৯ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে।
গুরুত্বপূর্ন তারিখ :
আবেদন শুরু | ২১.০৩.২০২৪ |
আবেদন শেষ | ০৯.০৪.২০২৪ |