Government Job Application April -2024 : এপ্রিল মাসে যেসব চাকরির আবেদন চলছে সেগুলি শ্রেণীবদ্ধ ভাবে আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল। প্রতিটি চাকরির খবরের নিচেই ‘Apply Now’ অপশন থাকবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ‘Apply Now’ ক্লিক করে সরাসরি নিজের আবেদন জানাতে পারবেন।
- রাজ্য পুলিশে ১০ হাজার কনস্টেবল :
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1jc4a–PqXJCyRZxFZOSYuKIUbzR6nGwO/view?usp=sharing
বয়সসীমা : ১ জানুয়ারী, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি : আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণ করে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ এপ্রিল, ২০২৪।
Click here for Apply Online : https://prb.wb.gov.in/
- কলেজে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ :
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1eiBQu_ZxSVPn4dTvuzQj31pL-TPZpDtg/view?usp=sharing
বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে চাকরিপ্রার্থীদের। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ এপ্রিল, ২০২৪।
Click here for Apply Online : https://adyapeathpolytechnic.com/notice/recruitment-notice/recruitment-of-staff-advt-no-4-2024-and-5-2024/
- পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর :
শিক্ষাগত যোগ্যতা : রাজ্য সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সহ স্যানিটারি ইন্সপেক্টর ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1BDLwKKZ7z351BPshJc9HE-KLAMWC0xhQ/view?usp=sharing
বয়সসীমা : ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পৌর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ এপ্রিল, ২০২৪।
Click here for Apply Online : https://www.mscwb.org/home/notices
- সরকারি স্কুলে ১৩৭৭ নন-টিচিং স্টাফ :
শিক্ষাগত যোগ্যতা : বিভিন্ন পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। গ্রুপ- ডি লেভেলের পদগুলির জন্য নূন্যতম মাধ্যমিক পাশ সহ স্কিল সার্টিফিকেট এবং গ্রুপ- সি লেভেলের পদগুলির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সহ প্রয়োজনীয় স্কিল সার্টিফিকেট থাকা আবশ্যক।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1DGv0SjNzkmogDwWxA-HUuy9wappf6XHe/view?usp=sharing
বয়সসীমা— ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ— ৩০ এপ্রিল, ২০২৪।
Click here for Apply Online : https://nvs.ntaonline.in/
- উত্তর ২৪ পরগনা অঙ্গনওয়াড়ি কর্মী :
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
Click here for Official Notification : https://north24parganas.gov.in/documents/recruitments
বয়সসীমা— আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— এই নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। জেলা প্রশাসন প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ— ২ এপ্রিল, ২০২৪।
Click here for apply Online : http://64.227.165.145/
- রাজ্যের ৩৩ টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ :
শিক্ষাগত যোগ্যতা : আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। একই সঙ্গে হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদ চিকিৎসা বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1U_0oKemPlIUQfwkLeBwsSSUgamBr4VTJ/view?usp=sharing
বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বাধিক ৫০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি : অফলাইনে প্রস্তাবিত আবেদনপত্র জমা দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অফিসিয়াল নোটিফিকেশনের নিচের অংশে আবেদনপত্র পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ : ১৬ এপ্রিল, ২০২৪।
Click here for Apply Online : https://howrah.gov.in/notice_category/recruitment/
- রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ :
শিক্ষাগত যোগ্যতা : আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় লাইব্রেরী সাইন্স অথবা ইনফরমেশন সাইন্সে মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণ করে থাকতে হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1KlBLMe6VfBE_MJmi3c5ulHvTJVa6KeW7/view?usp=sharing
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ৪০ বছর অথবা তার নিচে হতে হবে।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এরজন্য সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ এপ্রিল, ২০২৪।
Click here for Apply Online : https://www.wbcsconline.in/
- কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা : ইচ্ছুক আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে যেকোনো কোর্সের সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1ZfNVeMqZ3dmM3uP9AL3OFCRgfsTQ8kD7/view?usp=sharing
বয়সসীমা : ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ইচ্ছুক আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি : আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে নিজের আবেদন নথিভুক্ত করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পর অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ এপ্রিল, ২০২৪।
Click here for Apply Online : http://128.199.19.188/kanyashree/
আরও পড়ুন : NPCIL Recruitment 2024 : NPCIL এ চাকরি !!! আই.টি.আই পাস করলেই !!! শূন্যপদের সংখ্যা ৩৩৫ !!!