NPCIL Recruitment 2024 : NPCIL এ চাকরি !!! আই.টি.আই পাস করলেই !!! শূন্যপদের সংখ্যা ৩৩৫ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

NPCIL Recruitment 2024 : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (NPCIL) এর পক্ষথেকে ফিল্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ৩০০ এর বেশি শূন্যপদ রয়েছে। এখানে শুরুতে বেতন রয়েছে ৮ হাজার টাকা।

NPCIL Recruitment 2024
NPCIL Recruitment 2024

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1_TNOGlhEHd0KKbFMSDhtWmXkoWLHjiH4/view?usp=sharing

গুরুত্বপূর্ন তারিখ : 

আবেদন শুরু ১৫ মার্চ ২০২৪
আবেদন শেষ ০৪ এপ্রিল ২০২৪

০৪ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ এই পদটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

নিয়োগ সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (NPCIL)
পদের নাম ফিল্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ বিভিন্ন
চাকরির ধরন প্রাইভেট চাকরি
শূন্যপদ ৩৩৫
বেতন (₹) নিয়ম অনুযায়ী
চাকরির স্থান সারা ভারত
আবেদন মোড অনলাইন
ওয়েবসাইট www.npcilcareers.co.in

 

পদ : প্রার্থীদের

  • ফিল্টার,
  • ইলেকট্রিশিয়ান,
  • ওয়েল্ডার,
  • ইলেকট্রনিক মেকানিক, মেসিনিস্ট
  • ও COPA পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা : সবমিলিয়ে মোট ৩৩৫ টি শূন্যপদ রয়েছে।

Current Vacancies Details
Current Vacancies Details

যোগ্যতা : আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা প্রয়োজন আই.টি.আই পাস ও পাস সার্টিফিকেট।

বয়সসীমা : আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা- ০৩ বছর, ST, SC প্রার্থীরা- ০৫ বছর ও PWBD প্রার্থীরা- ১০ বছরের ছাড় পাবে।

আবেদন পদ্ধতি :

  • অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।

Click here Official Website : https://www.npcilcareers.co.in/RAPSTA20241503/candidate/default.aspx

  • অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা সবার প্রথমে NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন।

Click here for Apply Online : https://www.npcilcareers.co.in/RAPSTA20241503/candidate/default.aspx

NPCIL Recruitment 2024
NPCIL Recruitment 2024

 

  • তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করবেন।
  • আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করে নিবেন।
  • পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সহ প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে নিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।

নির্বাচন প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের ITI পাস নম্বর ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন ফী : আবেদনকারী প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আবেদন মুল্য চার্জ করা হবে না।

আবেদনের শেষ তারিখ : আবেদন চলবে আগামী ০৪ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : Campus Placement 2024 : সরকারি আই.টি.আই., রূপনারায়ণপুরে ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগ !!! জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর!!!আগামী ৩ এপ্রিল!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles