Railway Recruitment 2024 : রেলওয়েতে চাকরির স্বপ্ন পূরণের সুযোগ!!!
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তরফ থেকে আবারও এক বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! উত্তর রেলওয়েতে শিক্ষানবিশ পদে ৪০০০ এরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। গত ১৫ আগস্ট, ২০২৪ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি রেলওয়ে চাকরির আকাঙ্ক্ষীদের জন্য স্বর্ণের মতো সুযোগ।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1i1GCP1HwqfS42uMmVPUOv7un5ifyKS6J/view?usp=sharing
- RRC Recruitment 2024 : বিবরণ !!!
পদের নাম : শিক্ষানবিশ।
শূন্যপদের সংখ্যা : মোট ৪০৯৬টি।
বেতন : নিয়ম অনুযায়ী।
আবেদন : আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
- যোগ্যতার মাপকাঠি !!!
শিক্ষাগত যোগ্যতা: RRC উত্তর রেলওয়ের শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের এসএসসি, ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও আইটিআই পাশ করতে হবে নুন্যতম ৫০% এ।
বয়সসীমা :
- সাধারণ শ্রেণির প্রার্থী : ১৫ থেকে ২৪ বছর
- ওবিসি শ্রেণির প্রার্থী : ১৫ থেকে ২৭ বছর
- এসসি/এসটি শ্রেণির প্রার্থী : ১৫ থেকে ২৯ বছর
- দিব্যাঙ্গ প্রার্থী : ১৫ থেকে ৩৪ বছর
**উপরের বয়সসীমা ১৬/১০/২০২৪ তারিখ অনুযায়ী নির্ধারিত**
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে। তাহলে দেখেনিন অনলাইনে মাধ্যমে ফর্ম ফিলাপ করার সম্পূর্ণ পদ্ধতি, নিচে রইল
- সর্ব প্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (www.rrcnr.org)।
Click here for Application : https://rrcnr.net.in/
- তারপর ‘Apply Now’ তে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মের পেজে এন্টার করবেন।
- Click here for Online Application for 1st Time Registration : https://rrcnr.net.in/Instructions.aspx
- Click here for Online Application for already Registered Candidates : https://rrcnr.net.in/Login.aspx
- তারপর বিশদ নির্দেশাবলী মেনে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করবেন এবং দরকারি নথি গুলো স্ক্যান করে আপলোড করবেন।
- তারপর আবেদন মুল্য প্রদান করবেন।
- সর্বশেষে ভেরিফাই করে নিয়ে ‘submit’ বটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
আবেদন মুল্য : এসটি, এসসি, পিডব্লিউডি ও মহিলা ক্যাটাগরির প্রার্থীদের ছাড় দিয়ে শুধুমাত্র বাকি অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের মাত্র ১০০/- আবেদন ফী চার্জ করা হচ্ছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য প্রদান করবেন।
আবেদন তারিখ : আগ্রহীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ১৬ আগস্ট ২০২৪ তারিখ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি : আগ্রহীদের মেধা-ভিত্তিক পরীক্ষা ও ট্রাই ব্রেকার এর মাধ্যমে শিক্ষানবিশ এর চাকরিতে নিয়োগ করা হবে।