ICDS Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ !!! ৮৩৪টি পদে নিয়োগ !!! শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর!!!

WhatsApp Group Join Now
Google News Follow

ICDS Recruitment 2024 : বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ দিনাজপুরের পর এবার পশ্চিম বর্ধমানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। জেলার বিভিন্ন ব্লকে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। যোগ্য মহিলা প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। অধিক তথ্যের জন্য জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখুন।

Click here for Official Notification : https://icdspsbdn.in/notifications.php

পশ্চিম বর্ধমানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ৮৩৪টি পদে নিয়োগ!!!

ব্লক অনুযায়ী পদ সংখ্যা :

  • অন্ডাল – ৪০।
  • আসানসোল – ১৩৯।
  • আসানসোল (২) – ৬৬।
  • বারাবনী – ৪৪।
  • দুর্গাপুর (১) – ৬।
  • দুর্গাপুর (২) – ১৫।
  • ফরিদপুর – ৪১।
  • জামুরিয়া (শহর) – ২২।
  • কাঁকসা – ১১৪।
  • কুলটি – ১০৮।
  • পাণ্ডবেশ্বর – ৬০।
  • রানীগঞ্জ (গ্রামীণ) – ৮৯।
  • রানীগঞ্জ (শহর) – ৩৮।
  • সালানপুর – ৫২।

অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগে আবেদনের যোগ্যতা :

পশ্চিম বর্ধমানে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে আবেদনের জন্য :

  • শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :

  • অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের।

Click here for Apply Online : https://icdspsbdn.in/index.php

  •  আবেদন জানানোর জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোটার্ল তৈরী করা হয়েছে।

Register to apply online for anganwadi worker (direct vacancy)/ anganwadi helper (direct vacancy) : https://icdspsbdn.in/register.php

  • প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হল।
  • ওই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজের পছন্দের পদ নির্বাচন করতে হবে।
  • এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে।
  • এখানে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ  : ১৮ সেপ্টেম্বর, ২০২৪।

আরও পড়ুন : Railway Recruitment 2024 : রেলওয়েতে নিয়োগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে !!! ৪০৯৬ শূন্যপদে !!! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles