Maruti Suzuki Recruitment : মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ক্যাম্পাস প্লেসমেন্ট !!! সরকারি আইটিআই, মুচিপাড়া (দুর্গাপুর) !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Maruti Suzuki Recruitment : মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ক্যাম্পাস প্লেসমেন্ট!!! সরকারি আইটিআই, মুচিপাড়া (দুর্গাপুর)!!!

📅 ক্যাম্পাসের তারিখ : ১৯শে আগস্ট, ২০২৫!!!

পশ্চিমবঙ্গের আইটিআই পাশআউট প্রার্থীদের জন্য সোনালী সুযোগ। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (MSIL), গুরগাঁও, হরিয়ানা কর্তৃক ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করা হয়েছে সরকারি আইটিআই, মুচিপাড়া (দুর্গাপুর)-এ।

পদ :

👉 সি.ডব্লিউ (CW)

বেতন ও সুবিধা :

💰 মাসিক মোট পারিশ্রমিক (CTC) প্রায় ৩২,০০০ টাকা।
🍲 কোম্পানি সাবসিডাইজড খাবার, ইউনিফর্ম ও অন্যান্য সুবিধা প্রদান করবে।

কর্মস্থল : Gurgaon, Manesar, Haryana.

যোগ্যতা :

  • শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

  • বয়স : ১৮ থেকে ২৬ বছর (চাকরিতে যোগদানের তারিখ অনুযায়ী)।

  • মাধ্যমিক পরীক্ষায় (১০ম শ্রেণি) ন্যূনতম ৪০% নম্বর থাকতে হবে।

  • NCVT/SCVT অনুমোদিত ITI পাশ।

যোগ্য ট্রেডসমূহ :

  • ডিজেল মেকানিক।

  • ফিটার।

  • মেকানিক মোটর ভেহিকল।

  • মেকানিক ট্র্যাক্টর।

  • পেইন্টার।

  • টেকনিশিয়ান (অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং)।

  • ওয়েল্ডার।

  • টুল অ্যান্ড ডাই মেকার।

  • টার্নার।

  • মেশিনিস্ট।

প্রয়োজনীয় নথি (মূল ও ফটোকপি সহ) :

  • মাধ্যমিক (১০ম) মার্কশিট ও পাশ সার্টিফিকেট।

  • ITI মার্কশিট ও পাশ সার্টিফিকেট।

  • আধার কার্ড।

  • প্যান কার্ড।

রেজিস্ট্রেশনের লিঙ্ক :

🔗 Maruti Suzuki Careers – Workmen Hiring

👉 Workmen Hiring (Hiring) → Flexi Workmen → Select State → Apply for CW

📞 যোগাযোগ : ০১২৪-৪০৩৪৭৯৫

📌 অংশগ্রহণ করতে অবশ্যই কিউআর কোড স্ক্যান করে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুন : Scholarship 2025 : মাধ্যমিক পাশের জন্য ৫টি স্কলারশিপ !!! আবেদন করে বছরে পাবেন ১৫,০০০ টাকা !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes