WB Govt Job Volunteers Recruitment।পশ্চিমবঙ্গের ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

WB Govt Job Volunteers Recruitment : রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।  কর্মী নিয়োগ করা হবে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে(PLV)।কেবলমাত্র যারা কোনরকম লেখাপড়া করেনি সপ্তম অথবা অষ্টম শ্রেণী পাস করে আছে তারাও এখানে চাকরি করার সুযোগ পাবেন।এখানে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন।

পদের নাম(Name of the Post):

প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার( PLVs)।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):

উচ্চ মাধ্যমিক পাস হলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীরায় এখানে আবেদন করবেন তাদের একটা বিষয় মনে রাখতে হবে লিগালি কোন কেস থাকলে আবেদন করতে পারবেন না। আপনার নামে যদি কোন কেস না থাকে তাহলে এখানে সকল ধরনের চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন।এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের(WB Govt Job Volunteers Recruitment) এখানে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

Click here for Official Site

আবেদনকারীর বয়স(Age Limit):

চাকরি-প্রার্থীদের অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি(How to Apply):

  •  এখানে অফলাইনের মাধ্যমে আবেদন(WB Govt Job Volunteers Recruitment) করতে হবে।
  • আবেদন করতে যারা  চান তারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন।
  • আবেদনপত্রটি সম্পূর্ণরূপে ভালোভাবে ফিলাপ করে এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস নিচে দেওয়া উল্লেখ করা আছে সেগুলো জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করবেন।
  • আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 

To,The chairman, district legal service authority, Jhargram, district judges Court Complex, Jhargram, Pin – 721507

আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন:

  • চাকরিপ্রার্থীদের বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের এডমিট
  • কার্ড আধার ও কার্ড ভোটার কার্ড
  •  শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • মেডিকেল ফিটনেস টেস্ট এর কাগজ
  • পাসপোর্ট সাইজের ফটোকপি
  • কোন যোগ্যতার(Experience Letter) যদি থাকে তার কাগজ

আবেদনপত্র জমা করার শেষ তারিখ (Last Date of Application): 

09/09/2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে।

বেতন(Salary): 

প্রতিদিন 500/- টাকা হিসেবে প্রতি মাসে প্রায় 15000/- টাকার মত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি(Recruitment Process): 

ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে সিলেকশন কমিটি সিদ্ধান্ত নেবে- পরবর্তীকালে কিভাবে নিয়োগ করা হবে।

Click Here for Official Notification

আরও পড়ুন :Govt Job Recruitment 2022 : তথ্য ও সম্প্রচার মন্ত্রকে গ্রুপ সি, ডি পদে কর্মী নিয়োগ, বেতন 25000/- টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles