DRDO Recruitment 2022:
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO এর তরফ থেকে 1901 শূন্যপদে প্রার্থী নিয়োগ।
DRDO তে বিভিন্ন গ্রুপ B এবং গ্রুপ C পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
এখানে চাকরির জন্য সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত প্রায় সমস্ত জেলা থেকেই জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত থাকতে হবে, বেতন কাঠামো কেমন, নিয়োগ পদ্ধতি কীরূপ এবং আবেদন কিভাবে করতে হবে প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ |
03.09.2022 |
আবেদন শুরু |
03.09.2022 |
আবেদন শেষ |
23.09.2022 |
Click Here for Official Notification
নিয়োগের তথ্য (Details of Post):
- পদের নাম (Name of the Post) : টেকনিশিয়ান- গ্রুপ-C (Technician-Group C)।
বেতন(Salary) : পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা(Age Limit): প্রার্থীর বয়স 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
শূন্যপদ (Number of Vacancy) : 826 টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আবেদনকৃতপ্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে :
- Automobile
- Book Binder
- Carpenter
- CNC Operator
- COPA
- DTP Operator
- Electrician
- Turner
- Welder Fitter
- Machinist
- এছাড়াও আরও অন্যান্য।
- পদের নাম (Name of the Post):সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-গ্রুপ-B (Senior Technical Assistant- Group-B)
বেতন (Salary): এই পদের জন্য পে ম্যাট্রিক্স লেভেল 6 অনুসারে 35,400 থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা(Age Limit): আবেদন প্রার্থীর বয়স 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
শূন্যপদ (Number of Vacancy): 1075 টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার বিবরণ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
যে সমস্ত বিষয় বা Discipline-এ নিয়োগ করা হবে:
- Agriculture
- Botany
- Chemistry
- Automobile Engineering
- Computer Science
- Civil Engineering
- Electrical Engineering
- Library Science
- Mathematics
- Physics
- এছাড়াও আরও অন্যান্য
মোট শূন্যপদ(Number of Vacancy) : সবমিলিয়ে মোট 1901 টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতি(Process of Recruitment):
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য Tier -1 এবং Tier 2 এই দুটি ধাপে প্রার্থীদের নির্বাচন করা হবে।এর মধ্যে Tier 1 টেস্ট টি CBT মোডে হবে। Tire 2 টেস্ট টি ফাইনাল সিলেকশনের জন্য নেওয়া হবে।
টেকনিশিয়ান পদের জন্য একই ভাবে Tier -1 এবং Tier 2 এই দুটি ধাপে প্রার্থীদের নির্বাচন করা হবে। এর মধ্যে Tier 1 টেস্ট টি CBT মোডে হবে। Tire 2 টেস্ট টি ট্রেড টেস্ট রূপে নেওয়া হবে।
CBT মোডের পরীক্ষায় M.C.Q ধরণের প্রশ্ন থাকবে। এই পরীক্ষার পূর্ণমান 120 নম্বর এবং সময় দেওয়া হবে 90 মিনিট।
ভুল উত্তরের জন্য কোন নেগেটিভ মার্কিং নেই। প্রশ্নপত্রের ভাষা হবে হিন্দি এবং ইংরেজি ভাষাতে।
পরীক্ষা কেন্দ্র(Examination Center) : KOLKATA, SILIGURI, AGRA, HYDERABAD, NAGPUR, AHMEDABAD, IMPHAL, NASHIK, BENGALURU, ITANAGAR, PANAJI, BHOPAL, JABALPUR, PATNA, BHUBANESWAR, JAIPUR, PORT BLAIR, CHANDIGARH, JAMMU, PUNE, CHENNAI, JODHPUR, RAIPUR, COIMBATORE, KANPUR, RANCHI, DEHRADUN, KOCHI, DELHI NCR, THIRUVANANTHAPURAM, GORAKHPUR, LEH, VARANASI, GUWAHATI, LUCKNOW, VIJAYAWADA, GWALIOR, MUMBAI, VISAKHAPATNAM
আবেদন পদ্ধতি(How to Apply):
- উপরিউক্ত দুটি DRDO পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া আবেদন করার লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in এ গিয়ে আবেদন করতে হবে
- সবার প্রথমে নিজের নাম এবং সঠিক ইমেইল আইডি কিংবা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- আপনার যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর আপনি অনলাইনে যে আবেদনপত্রটি পেয়ে যাবেন এবং সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে।
Click Here for New Registration
আবেদন ফি(How to Apply) : আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের কাছে 100 টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণী প্রার্থী অর্থাৎ SC/ST/PWD/EWS প্রার্থীদের কোনোরকম আবেদন ফি নেওয়া হবে না।
আরও পড়ুন : KMC Recruitment 2022 : মাধ্যমিক পাশে কলকাতা পৌরসভার অধীনে শতাধিক কর্মী নিয়োগ !