FCI Recruitment 2022 : ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে 5000 বেশি গ্রুপ-সি নিয়োগ |

WhatsApp Group Join Now
Google News Follow

FCI Recruitment 2022 : ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে গ্রুপ সি কর্মী নিয়োগ । উচ্চ মাধ্যমিক পাস হলেই চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। ইতিমধ্যে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করার সুযোগ পাবেন।

Tentative Schedule

Submission of Online Application Form along with fee payment will commence from

06.09.2022 from 10:00 Hrs (IST)

Last Date & time for submission of Online Application and payment of fees

05.10.2022 till 16:00 Hrs (IST)
Availability of Admit Cards on website for download

10 days prior to announced date of examination

Date of Online Test

Will be announced in website https://www.fci.gov.in Tentatively in the month of January 2023

Click Here for Official Notification

পদের নাম(Name of the Post) : ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফে( FCI Recruitment 2022) গ্রুপ সি পদে কর্মী নিয়োগ।

শূন্যপদ (Number of Vacancy) :  5000 বেশি শূন্য পদে কর্মী নিয়োগ। গ্রুপ সি পদে( FCI Recruitment 2022) কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাশেও বিভিন্ন ধরনের চাকরি রয়েছে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

বেতন(Salary) : 30,000/- হাজার টাকা থেকে শুরু করে 80,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে চাকরিপ্রার্থীদের।

বয়স(Age Limit) :  এখানে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে তারা আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি(How to Apply) : চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীরা সরাসরি অফিশিয়াল( FCI Recruitment 2022) ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আবেদন করতে পারবেন।

  • প্রথমত চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Click Here for First Time Registered

  • এরপর চাকরিপ্রার্থীদের লগইন করে মূল ফর্মটি ফিলাপ করতে হবে।

Click Here for Apply Online If Already Registered

  • প্রথমে অনলাইনের মাধ্যমেই ব্যক্তিগত তথ্য ও পরবর্তীকালে শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • এরপর চাকরিপ্রার্থীদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে পরবর্তী প্রসেসের জন্য রেখে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি(How to Apply) :  অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ টেস্ট এর মাধ্যমেই নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে এবং সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ(Application Start Date & End Date) :  আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 06/09/2022 তারিখ থেকে এবং সরাসরি অনলাইনে আবেদন চলবে 05/10/2022 তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : Recruitment of Food Corporation of India : ফুড কর্পোরেশনে 5043 শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles