Recruitment of Food Corporation of India:কেন্দ্রীয় খাদ্য দপ্তর(Recruitment of Food Corporation of India) এর তরফ থেকে আবারো নতুন এক নিয়োগ । ভারতের বিভিন্ন জোনে মোট 5043 শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনের মাধ্যম(How to Apply) : অনলাইনের মাধ্যমে আবেদন(Recruitment of Food Corporation of India)করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে আবেদন করা যাবে না।
জোন অনুযায়ী নিয়োগ :
- নর্থ জোন (North Zone)
- সাউথ জোন (South Zone)
- ওয়েস্ট জোন (West Zone)
- ইস্ট জোন (East Zone)
- নর্থ-ইস্ট জোন (North-East Zone)
জোন অনুযায়ী শূন্যপদ (FCI Zone-Wise Vacancy):
- নর্থ জোন– 2388
- সাউথ জোন– 989
- ওয়েস্ট জোন– 768
- ইস্ট জোন- 713
- নর্থ-ইস্ট জোন– 185
মোট শূন্যপদ: 5043 টি
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা:
(1) পদের নাম(Name of the Post) : জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল (Junior Engineer- Civil)
বেতন(Salary) : প্রতি মাসে 34,000 থেকে 1,03,400 টাকা।
বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকতে হবে অথবা এক বছরের অভিজ্ঞতা সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকতে হবে।
(2) পদের নাম(Name of the Post) : জুনিয়র ইঞ্জিনিয়ার- ইলেকট্রিক্যাল মেকানিক্যাল (Junior Engineer- Electrical Mechanical)
বেতন(Salary) : প্রতি মাসে 34,000 থেকে 1,03,400 টাকা।
বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকতে হবে অথবা এক বছরের অভিজ্ঞতা সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতে হবে।
(3) পদের নাম(Name of the Post): স্টেনোগ্রাফার (Stenographer)
বেতন(Salary): প্রতি মাসে 30,500 থেকে 88,100 টাকা।
বয়সসীমা(Age Limit): আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সেইসাথে কম্পিউটারে প্রতি মিনিটি ৪০ (চল্লিশ) টি শব্দ এবং শর্টহ্যান্ডে ৮০ টি শব্দ টাইপ করতে পারতে হবে।
(4)পদের নাম(Name of the Post):অ্যাসিস্ট্যান্ট গ্রেড III- জেনারেল(Assistant Grade III General)
বেতন(Salary): প্রতি মাসে 28,200 থেকে 79,200 টাকা।
বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে কম্পিউটারের ব্যবহার জানতে হবে।
(5) পদের নাম(Name of the Post):অ্যাসিস্ট্যান্ট গ্রেড III-অ্যাকাউন্টস(Assistant Grade III Accounts)
বেতন(Salary): প্রতি মাসে 28,200 থেকে 79,200 টাকা।
বয়সসীমা(Age Limit): আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের ব্যবহার জানতে হবে।
(6) পদের নাম(Name of the Post): অ্যাসিস্ট্যান্ট গ্রেড III- টেকনিক্যাল (Assistant Grade III- Technical)
বেতন(Salary): প্রতি মাসে 28,200 থেকে 79,200 টাকা।
বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে অ্যাগ্রিকালচার (Agriculture) বিষয়ে B.Sc ডিগ্রি থাকতে হবে। অথবা, Botany / Zoology / Bio-Technology / Bio-Chemistry / Microbiology /Food Science- এই বিষয় গুলির মধ্যে যেকোনো একটিতে B.Sc ডিগ্রি থাকতে হবে।
অথবা, AICTE অনুমোদিত যেকোনো ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে Food Science / Food Science and Technology /Agricultural Engineering / Bio- Technology- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে B. Tech / BE করতে হবে। সেইসাথে কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে।
(7) পদের নাম(Name of the Post): অ্যাসিস্ট্যান্ট গ্রেড III- ডিপোট (Assistant Grade III- Depot)
বেতন(Salary): প্রতি মাসে 28,200 থেকে 79,200 টাকা।
বয়সসীমা(Age Limit): আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Education Qualification): যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে কম্পিউটারের ব্যবহার জানতে হবে।
(8) পদের নাম(Name of the Post):অ্যাসিস্ট্যান্ট গ্রেড III- হিন্দি (Assistant Grade- III- Hindi)
বেতন(Salary): প্রতি মাসে 28,200 থেকে 79,200 টাকা।
বয়সসীমা(Age Limit): আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): যেকোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে হিন্দি বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া(How to Recruit): অনলাইন টেস্ট (Online Test) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। অনলাইন টেস্ট দুটি Phase এ হবে। Phase-1 এবং Phase-2।
পরীক্ষার সিলেবাস(Examination Syllabus): ফুড কর্পোরেশনের(Recruitment of Food Corporation of India) এই চাকরির পরীক্ষার সিলেবাস এবং নিয়োগ প্রক্রিয়াটি অফিসিয়াল নোটিশের 10 নম্বর পেজে বিস্তারিত জানানো রয়েছে। নিচের লিংক থেকে আপনি চাকরির অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারেন।
পরীক্ষার সেন্টার(Examination Center): Phase-1 পরীক্ষার সেন্টার- পশ্চিমবঙ্গের আসানসোল, দূর্গাপুর, গ্রেটার কোলকাতা, হুগলি এবং শিলিগুড়ি। Phase-2 পরীক্ষার সেন্টার- কোলকাতাতে রয়েছে।
আবেদন করার ৩ টে স্টেপ হলো(Step of Application) :
- অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন (APPLICATION REGISTRATION)
- আবেদন ফি জমা (PAYMENT OF FEES)
- ডকুমেন্ট স্ক্যান এবং অনলাইনে আপলোড (DOCUMENT SCAN AND UPLOAD)
গুরুত্বপূর্ণতারিখ (Important Dates) |
|
আবেদনশুরু |
06.09.2022 |
আবেদনশেষ |
05.10.2022 |
আরও পড়ুন : AIIMS Delhi Recruitment 2022: এইমস দিল্লিতে বিপুল শূন্য পদে নিয়োগ, জেনে নিন শর্তাবলী।