AAI Recruitment 2023 : বিমানবন্দরে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ !!! অনলাইনে আবেদন শুরু হল !!!

WhatsApp Group Join Now
Google News Follow

AAI Recruitment 2023 : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) অফিসিয়াল ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ভারতীয় যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলাগুলি থেকে এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.: – 05/2023

Click here for Official Notification : https://drive.google.com/file/d/17_yqVYElvO7R6EQGFTck2ns7Udha3c3h/view?usp=sharing

পদের নাম :  Junior Executive (Air Traffic Control)

শূন্যপদ  : ৪৯৬ টি। (UR- ১৯৯ টি, EWS- ৪৯ টি, OBC- ১৪০ টি, SC- ৭৫ টি, ST- ৩৩ টি, PwBD- ৫ টি।)

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা এবং গণিত সহ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং ট্রেড গুলিতে পূর্ণ সময়ের ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন :  সংশ্লিষ্ট পদের বেতনক্রম ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা পর্যন্ত।

বয়সসীমা : আবেদন করার জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ৩০ নভেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী।

সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে www.aai.aero ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে।

Manual Of Online Application Form : https://drive.google.com/file/d/1x6U_zSQp3t1NlVof2_7kTxViq7G8l1qK/view?usp=sharing

আবেদন জানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার সময় প্রত্যেক আবেদনকারী কে নিজস্ব বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি সাবমিট করতে হবে।

Click here for Official Website : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/85992/Index.html 

Click here for 1st Time Registration for Online Application : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/85992/Registration.html

Click here for already registered for Online Application : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/85992/login.html

আবেদন ফি : আবেদন জানানোর ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী চাকরিপ্রার্থী ও মহিলা চাকরি প্রার্থীদের কোন আবেদন ফি জমা দিতে হবে না। অন্যান্য চাকরিপ্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০/- টাকা জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর, ২০২৩।

আরও পড়ুন : NLC Recruitment 2023 : 877 শিক্ষানবিশ পদের জন্য বিজ্ঞপ্তি | অনলাইন ফর্ম উপলব্ধ | এখনই আবেদন করুন |

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles