Airport Authority of India Recruitment 2022 : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India Recruitment 2022) এর তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant Recruitment) সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। সাউদার্ন রিজিয়ন অর্থাৎ দক্ষিণ বিভাগের জন্য এই নিয়োগ করা হবে।এটি অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি তাই পশ্চিমবঙ্গের সব জেলার চাকরিপ্রার্থীরাই তাদের যোগ্যতা অনুযায়ী এই চাকরির বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ |
01.09.2022 |
আবেদন শুরু |
01.09.2022 |
আবেদন শেষ |
30.09.2022 |
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য (Details About Recruitment):
- পদের নাম(Name of the Post) : – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ফায়ার সার্ভিস (Junior Assistant- Fire Service)
বেতন(Salary) : – প্রতি মাসে 31,000 থেকে 92,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : – মাধ্যমিক পাস হতে হবে সেই সাথে কমপক্ষে 50 শতাংশ নম্বর পেয়ে মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ার বিষয়ে রেগুলার ডিপ্লোমা করা থাকতে হবে অথবা 50 শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
শূন্যপদ (Number of Vacancy): -132 টি
2. পদের নাম (Name of the Post) : – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- অফিস (Junior Assistant- Office)
বেতন(Salary) : – প্রতি মাসে 31,000 থেকে 92,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : – যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে সেই সঙ্গে কম্পিউটারের প্রতি মিনিটে 30 টি ইংরেজি শব্দ অথবা 25 টি হিন্দি শব্দ টাইপ করতে পারতে হবে।
শূন্যপদ (Number of Vacancy) : – 10 টি
3. পদের নাম(Name of the Post): – সিনিয়র অ্যাসিস্ট্যান্ট– অ্যাকাউন্টস (Senior Assistant- Accounts)
বেতন(Salary) : – প্রতি মাসে 36,000 থেকে 1,10,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :– B.Com গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সেই সাথে 3 থেকে 6 মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করতে হবে।
শূন্যপদ:– 13 টি
4. পদের নাম(Name of the Post):- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট– অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (Senior Assistant- Official Language)
বেতন(Salary):– প্রতি মাসে 36,000 থেকে 1,10,000 টাকা।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :– গ্রাজুয়েশন লেভেলে হিন্দি বিষয়ে মাষ্টার ডিগ্রী থাকতে হবে সেই সাথে ইংরেজি বিষয় অন্তর্ভুক্তি হতে হবে।
শূন্যপদ :– 1 টি
বয়সসীমা(Age Limit) :- প্রতিটি পদের(Airport Authority of India Recruitment 2022) ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করা হবে 25 আগস্ট 2022 তারিখ অনুযায়ী।
বয়সের ছাড়(Age Concession):-
- SC, ST শ্রেণিরা 5 বছরের।
- OBC শ্রেণীরা 3 বছরের।
- এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীনের কর্মচারীরা 10 বছরের ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়া(How to Recruit):-লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট সহ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদের(Airport Authority of India Recruitment 2022) জন্য চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া(How to Apply):-
- এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AIRPORTS AUTHORITY OF INDIA) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
Click Here for Official Website
- ওয়েবসাইট ওপেন করে Career সেকশন এ ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে Recruitment লেখার উপর ক্লিক করলে আরো একটি নতুন পেজ খুলবে সেখানে আবেদন করার লিংক দেখা যাবে।
আরও পড়ুন :Myntra Recruitment 2022 : ফ্যাশন কোম্পানিতে হাজার হাজার কর্মী নিয়োগ।