Airport Group-C Recruitment | মাধ্যমিক পাশে 30 হাজার টাকা বেতনে এয়ারপোর্ট অথরিটিতে তে কর্মী নিয়োগ |

Join Our WhatsApp Group For New Update

Airport Group-C Recruitment : মাধ্যমিক পাশে এয়ারপোর্টে দপ্তরের প্রচুর পরিমাণে গ্রুপ সি কর্মী নিয়োগ। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

Click Here for Official Notification

  1. পদের নাম(Name of the Post) :-  জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ( fire service)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : – চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক
অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

বেতন(Salary) :- প্রতি মাসে ৩১,০০০ টাকা থেকে ৯২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

2. পদের নাম(Name of the Post) :-  জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :- মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে যাতে প্রার্থীরা মিনিটে ৩০ টি শব্দ লিখতে পারে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন(Salary) :- প্রতি মাসে ৩১,০০০ টাকা থেকে ৯২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

3. পদের নাম(Name of the Post) :-  সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টেন্ট)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- চাকরিপ্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানতে
হবে। চাকরিপ্রার্থীকে বি.কম পাস হতে হবে এবং দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন(Salary) :- প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৬,০০০ – ১,১০,০০০ টাকা পর্যন্ত।

4. পদের নাম(Name of the Post) :-  সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস ল্যাংগুয়েজ)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :- চাকরিপ্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েশন পাস
হতে হবে এবং টাইপিং জানতে হবে।

বেতন(Salary) :- প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৬,০০০ – ১,১০,০০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া(How to Apply) :-

চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • প্রথমে চাকরিপ্রার্থীকে(Airport Group-C Recruitment ) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
    প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে চাকরিপ্রার্থীদের আবেদন পত্রটি পূরণ করতে হবে ‌।
  • এরপর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো আপলোড করতে পারে।
  • চাকরি প্রার্থীর অবশ্যই নিজস্ব বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
  • আবেদন মূল্য জমা করতে হবে।
  • সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রাখতে হবে।

আবেদন মূল্য :- UR, OBC, EWS শ্রেনীর তাদের আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা ধার্য করা হয়েছে। SC, ST, মহিলা ক্যান্ডিডেট দের জন্য আবেদন মূল্য নেওয়া হবে না।

নিয়োগ প্রক্রিয়া :- কম্পিউটার টেস্ট ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :- 01-09-2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 30-09-2022
তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : Durgapur Steel Plant Recruitment 2022:দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এ প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles