Apprenticeship Mela 2024 : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ‘অ্যাপ্রেন্টিসশিপ মেলা !!! শিল্প প্রশিক্ষণ পরিদপ্তর!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Apprenticeship Mela 2024 : কলকাতা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫: পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট বিভাগের অধীনে শিল্প প্রশিক্ষণ পরিদপ্তরের উদ্যোগে আগামী ১০ মার্চ ২০২৫ (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার-স্বীকৃত বেসরকারি আইটিআইতে ‘অ্যাপ্রেন্টিসশিপ মেলা’ অনুষ্ঠিত হতে চলেছে।

এই মেলা রাজ্যের রোজগার সেবা পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে বিভিন্ন নির্ধারিত ও ঐচ্ছিক ট্রেডের প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা সরাসরি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পাবেন।

!!! শিল্প প্রশিক্ষণ পরিদপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ‘অ্যাপ্রেন্টিসশিপ মেলা’!!!

যেসব আইটিআই-তে এই মেলা অনুষ্ঠিত হবে :

সরকারি মহিলা আইটিআই, বানিপুর (উত্তর ২৪ পরগনা)।


সরকারি আইটিআই, ঝাড়গ্রাম (ঝাড়গ্রাম)।


সরকারি আইটিআই, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর)।


সরকারি-পি.টি.পি আইটিআই, বীরেন মাহান্তি মেমোরিয়াল, কারাকানালি (সিমলাপাল, বাঁকুড়া)।


সরকারি-পি.টি.পি আইটিআই, রঘুনাথগঞ্জ-II (মুর্শিদাবাদ)।


সরকারি-পি.টি.পি আইটিআই, রামপুরহাট-I (বীরভূম)।


সরকারি-পি.টি.পি আইটিআই, মাথাভাঙ্গা (কোচবিহার)।


দেবার্ঘ্য মেমোরিয়াল আইটিআই (পূর্ব বর্ধমান)।

আয়োজনের মূল উদ্দেশ্য :

জেলা স্তরে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে মেলার প্রচার।


বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো ও শিক্ষানবিশদের চাকরির সুযোগ তৈরি করা।


জেলার প্রশাসনিক কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিদের (এমপি, এমএলএ, জেলা শাসক, শিল্প নেতা) আমন্ত্রণ জানানো।


শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা এবং বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিল্পসংস্থার সাথে সংযোগ স্থাপন।

এই আয়োজনের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের জন্য শিল্পসংস্থার সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে এবং তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ পাওয়া সহজ হবে।

–পশ্চিমবঙ্গের প্রতিটি যুবকের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই অ্যাপ্রেন্টিসশিপ মেলা—-

📍 আপনার নিকটবর্তী আইটিআই-তে গিয়ে সরাসরি অংশ নিন!

আরও পড়ুন : Mishra Dhatu Nigam Limited Recruitment 2025 : মিশ্র ধাতু নিগমে এপ্রেন্টিস নিয়োগ !!! ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৭,০০০ টাকা স্টাইপেন্ড !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Would you like to receive notifications on latest updates? No Yes