Assistant Loco Pilot Recruitment 2024 : লোকো পাইলট নিয়োগ ভারতীয় রেলে !!! শুরু হল আবেদন প্রক্রিয়া !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Assistant Loco Pilot Recruitment 2024 : অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল,ভারতীয় রেলের পক্ষ থেকে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1RbO_8n3i0hb2fBrGI9A3gUYoYXDEoCLe/view?usp=sharing

মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন । ৫ হাজারের বেশি শূন্যপদে এই নিয়োগ করা হবে । ভারতীয় যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন । শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Assistant Loco Pilot Recruitment 2024
Assistant Loco Pilot Recruitment 2024

Employment No. : – 01/2024

পদের নাম : Assistant Loco Pilot (ALP)

শূন্যপদ : ৫৬৯৬ টি।

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীর মাধ্যমিক পাশ সহ NCVT এবং SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের আই.টি আই ডিগ্রী সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা : ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত এবং অনগ্রসর শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেয়া হবে।

বেতন : মাসিক বেতন ১৯,৯০০/- টাকা।

আবেদন পদ্ধতি :

  • অনলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের।

Click here for Apply Online : https://www.recruitmentrrb.in/#/auth/landing

Click here 1st Time Registration for Online Application : https://www.recruitmentrrb.in/#/auth/home?flag=true

Click here for already registered Candidates for Online Application : https://www.recruitmentrrb.in/#/auth/home

  • সেক্ষেত্রে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন জানাতে হবে। সবার প্রথমে উক্ত ওয়েবসাইটে নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে একাউন্ট ক্রিয়েট করবেন প্রার্থীরা। এরপর সংশ্লিষ্ট ফোরাম থেকে নির্দিষ্ট অনলাইন আবেদন পত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্র সাবমিট করে নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে।
  • আবেদনপত্রে কোন ভুল তথ্য সাবমিট হলে পরবর্তীকালে ২৫০/- টাকা মডিফিকেশন ফি জমা করে আবেদনপত্রে সঠিক তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

আবেদন ফি :

  • সাধারণ এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
  • তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং সংখ্যালঘু জাতিভুক্ত প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
  • অনলাইন মাধ্যম, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এবং ইউপিআই -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

নিয়োগ পদ্ধতি : 

  • অনলাইন মাধ্যমে CBT পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
  • CBT পরীক্ষা দুটি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপের পরীক্ষা হবে ৬০ মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে মোট ৭৫ টি। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২ ঘণ্টা ৩০ মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে মোট ১৭৫ টি। এই দুই ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের CBAT পরীক্ষা আয়োজিত হবে।
  • এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস চেকাপের পর নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।

আরও পড়ুন : IOCL Recruitment 2024 : 473 শিক্ষানবিশ পদ !!! আবেদন করবেন কিভাবে দেখুন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles