Bandhan Bank Recruitment 2022: লিখিত পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাংকে চাকরির সুযোগ!

Join Our WhatsApp Group For New Update

Bandhan Bank Recruitment 2022 : সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Click Here For Official Website

Organization Name (সংস্থার নাম) বন্ধন ব্যাংক
Post Details (পোস্টের নাম) রিলেশনশিপ অফিসার এবং অন্যান্য
Total Vacancies (মোট শূন্যপদ) ১০, ০০০টি
Apply Mode (আবেদন মাধ্যম) অফলাইন
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) https://bandhanbank.com/

 

পদের নাম(Name of the Post):

যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো-

  • Relationship Officer (RO)
  • Relationship Officer Super Saver (RO-SS)
  • Administration
  • Agri Business
  • Analytics/BIU/Corporate Strategy
  • Audit
  • Banking Operations & Customer Services
  • Branch Banking
  • Compliance
  • Corporate Salary
  • Corporate Services
  • Digital Banking
  • Finance & Accounts
  • Housing Finance
  • Human Resources
  • IT
  • Legal/Vigilance
  • Marketing
  • Micro Banking
  • Outdoor Collector
  • Indoor Staff
  • Retail Assets
  • Risk
  • SME & MSME Banking
  • Trade Finance
  • Treasury
  • Wholesale Banking

নিয়োগ প্রক্রিয়া (How to Recruit): প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই ,কেবলমাত্র ইন্টারভিউয়ের  মাধ্যমে নিয়োগ করা হবে।ইন্টারভিউয়ে সিলেকশনের পর প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে। এরপর প্রার্থীদের কাজে জয়েন করানো হবে।

বেতন(Salary): কর্মীদের মাসিক ১৪,৫০০/- থেকে ২১,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া(How to apply): আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আপনার সমস্ত নথিপত্র এবং CV একটি মুখবন্ধ খামে ভরে বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র(Documents Required) :

আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার টেকনিক্যাল যোগ্যতার প্রমানপত্র
  • আপনার জন্ম এবং বয়সের প্রমাণপত্র
  • আপনার  পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

কাজের ধরন(Type of Work): বন্ধন ব্যাংকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এখানে কর্মীদের সকালে গ্রুপ লোন অথবা বাজার লোন কালেকশনের জন্য পাঠানো হবে, তারপর অফিসে এসে যাদের নতুন করে লোন পাস হবে আপনাকে তাদের লোনের ব্যবস্থা করে দিতে হবে। সবশেষে আপনাকে ব্যাংকের প্রয়োজনে হিসাবপত্র করতে হবে। এছাড়াও বন্ধন ব্যাংকের তরফে ‘বন্ধন ব্যাংক Next Gen Banker’s জেনারেশন ব্যাংকার’ নামে একটি কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে চাকরিপ্রার্থীদের প্রথমে ট্রেনিং করানো হবে।

চাকরি প্রার্থীরা এখানে ট্রেনিং নেবেন ট্রেনিং-এর শেষে তাদের নিশ্চিত চাকরির ব্যবস্থা রয়েছে। চাকরি প্রার্থীরা সরাসরি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বন্ধন ব্যাংক নেট জেনারেশন ব্যাংকার সার্চ করে সরাসরি আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের সরাসরি ১ বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে১০ মাস ইনডোর ট্রেনিং এবং ২ মাস আউটডোর অথবা ফিল্ড ট্রেনিং হবে। ট্রেনিং শেষে চাকরিপ্রার্থীদের চাকরিতে জয়েন করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : চাকরির জন্য আবেদন করতে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি উচ্চপদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : Bandhan Bank Recruitment 2022 | পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বেতন 16,000 টাকা |

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles