BSF Requirements 2024 : বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ !!! ৮০০ এরোও অধিক শূন‍্যপদে !!! আবেদন করবেন কীভাবে জেনে নিন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

BSF Requirements 2024 : স্টাফ সিলেকশন বর্ডার সিকিউরিটি এর তরফ থেকে সাব ইনস্পেক্টর ও সাব ইনস্পেক্টর এক্সিকিউটিভ পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বর্তমানে সব মিলিয়ে ৮৯২ টি পদে মোট নিয়োগ করা হবে। প্রার্থীরা এসএসসি পরীক্ষার মাধ‍্যমে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের জন‍্য মোট ৮৪৫ টি ও মহিলা প্রার্থীদের জন‍্য মোট ৪৭ পদ নিয়োগ নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই স্টাফ সিলেকশনের অফিসিয়াল সাইটে আবেদন করতে পারবেন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1bcNkLBtsKRsm3jp8S-w6qQ9SUqGUZXAE/view?usp=sharing

  • শূন‍্যপদের সংখ‍্যা : বিভিন্ন ক‍্যাটাগোরি ভিত্তিতে মোট নিয়োগের পদ বর্ননা করা হল।

পুরুষদের ক্ষেত্রে : 

  • ৩৮২ টি অসংরক্ষিত পদ,
  • ৮৫ টি অর্থনৈতিক দুর্বল শ্রেণীর জন‍্য,
  • ২২৯ টি অনগ্রসর জাতি,
  • ১২৭ টি তফসিলী জাতি ও
  • ৬৪ টি তফসিলী উপজাতির জন‍্য পদ সংরক্ষণ আছে

মহিলাদের ক্ষেত্রে : 

  • ১৮ টি অসংরক্ষিত পদ,
  • ৫ টি অর্থনৈতিক দুর্বল শ্রেণীর জন‍্য,
  • ১২ টি অনগ্রসর শ্রেণী,
  • ৭ টি তফসিলী জাতি ও
  • ৩ টি তফসিলি উপজাতির জন‍্য পদ আছে।
  • পাশাপাশি প্রাক্তন সেনাকর্মীদের জন‍্য ৯০% পদ সংরক্ষণ থাকছে।

শিক্ষাগত যোগ‍্যতা :

  • প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক বা সমতুল‍্য ডিগ্রি কোর্স করে রাখতে হবে।
  • অন‍্যদিকে যারা স্নাতক বা সমতুল‍্য পরীক্ষায় চলতি বছরে অবতীর্ণ হয়েছেন তারাও আবেদনের যোগ‍্য।
  • তবে প্রার্থীদের অবশ‍্যই ১ই আগস্ট এর মধ‍্যে যোগ‍্যতা অর্জন করতে হবে।

প্রার্থীদের বয়স : প্রার্থীদের অবশ্যই ১.৮.২৪ এর মধ‍্যে নূন‍্যতম বয়স ২০ থেকে ২৫ এর মধ‍্যে হতে হবে।

  • শারীরিক সক্ষমতা : আবেদনের জন‍্য পুরুষ ও মহিলা প্রার্থীদের নূন‍্যতম শারীরিক যোগ‍্যতা অবশ্যই রাখতে হবে।

পুরুষদের ক্ষেত্রে : নূন‍্যতম উচ্চতা ১৭০ সেমি, বুকের ছাতির মাপ ৮০ সেমি। পার্বত‍্য এলাকার আবেদনকারীদের উচ্চতা ১৬৫ সেমি এবং তফসিলী জাতি উপজাতির জন‍্য উচ্চতা ১৬২.৫ সেমি এবং বুকের ছাতার মাপ ৭৭ সেমি।

মহিলাদের ক্ষেত্রে : প্রয়োজনীয় নূন‍্যতম উচ্চতা ১৫৭ সেমি, বুকের মাপের কোন দরকার নেই। পার্বত‍্য এলাকার প্রার্থীদের উচ্চতা ১৫৫ সেমি এবং তফসিলি জাতি ও উপজাতির জন‍্য প্রয়োজনীয় উচ্চতা ১৫৩ সেমি হতে হবে।

মাসিক বেতন : এই পদে স্থায়ী প্রার্থী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রার্থীরা মাসিক বেতন হিসেবে ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা অবধি পেতে পারেন।

আবেদন পদ্ধতি : 

  • প্রথমে প্রার্থীদের স্টাফ সিলেকশনর নিজস্ব পোর্টালে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • এরপর প্রার্থীর নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরন করতে হবে এবং
  • প্রয়োজনীয় তথ‍্যগুলি আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন মূল‍্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন মূল‍্য : আবেদনের জন‍্য সাধারন প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল‍্য দিতে হবে। অন‍্যদিকে তফসিলি জাতি, উপজাতি ও মহিলা, প্রাক্তন সেনাকর্মীদের কোন আবেদন মূল‍্য দিতে হবে না।

আরও পড়ুন : NPCIL Recruitment 2024 : NPCIL এ চাকরি !!! আই.টি.আই পাস করলেই !!! শূন্যপদের সংখ্যা ৩৩৫ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles