Campus Placement 2024 : জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর তরফে সরকারি আই.টি.আই., রূপনারায়ণপুরে ক্যাম্পাস প্লেসমেন্ট ! ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার ও মেটালার্জিস্টদের জন্য দুর্দান্ত সুযোগ। সরকারি স্টাইপেন্ড সহ ₹১১,০০০ টাকা বেতন।
চাকরির সংক্ষিপ্ত বিবরণী :
পদ |
ফিটার (আই.টি.আই.) | ইলেক্ট্রিশিয়ান (আই.টি.আই.) | ওয়েল্ডার | মেটালার্জি (ডিপ্লোমা) |
সংখ্যা | ১৫০ জন | ৫০ জন | ২৫ জন |
৫০ জন |
যোগ্যতা |
আই.টি.আই. পাশ | আই.টি.আই. পাশ | আই.টি.আই. পাশ | সরকারি ডিপ্লোমা |
সংস্থা : জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পদ(শুধুমাত্র সরকারি আই .টি. আই /পিটিপি আই .টি. আই থেকে ডিগ্রীধারীরা) :
- ফিটার (আই.টি.আই.) – ১৫০ জন।
- ইলেক্ট্রিশিয়ান (আই.টি.আই.) – ৫০ জন।
- ওয়েল্ডার (আই.টি.আই.) – ২৫ জন।
- মেটালার্জি (ডিপ্লোমা) – ৫০ জন (শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান)।
যোগ্যতা :
- ফিটার, ইলেক্ট্রিশিয়ান ও ওয়েল্ডার ট্রেডে আই.টি.আই. পাশ।
- মেটালার্জি বিভাগে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান ডিপ্লোমা পাশ।
- শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন কাঠামো :
জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেতন সুবিধার সঙ্গে সরকারি স্তর থেকে মাসিক স্টাইপেন্ড – মোট ₹১১,০০০ টাকা।
- জয় বালাজি ইন্ডাস্ট্রিজ থেকে মাসিক স্টাইপেন্ড- ৮,০০০ টাকা।
- ভারত সরকার থেকে মাসিক স্টাইপেন্ড- ১,৫০০ টাকা (NAPS)।
- পশ্চিমবঙ্গ সরকার থেকে মাসিক স্টাইপেন্ড- ১,৫০০ টাকা (WBAPS)।
ক্যাম্পাস ড্রাইভের স্থান, তারিখ ও সময় :
- তারিখ : ০৩ এপ্রিল, ২০২৪।
- সময় : সকাল ১০টা থেকে।
- স্থান : সরকারি আই.টি.আই., রূপনারায়ণপুর পোঃ- হিন্দুস্তান কেব্লস, রূপনারায়ণপুর জেলা- পশ্চিম বর্ধমান পিন- ৭১৩৩৩৫।
কীভাবে আবেদন করবেন :
- কেন্দ্রীয় সরকারের apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে নিজেকে নিবন্ধন করুন।
Click here for Registration : apprenticeshipindia.gov.in
- ক্যান্ডিডেট নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবে এই লিংকে ক্লিক করে pbssd.gov.in/apprenticeship/Apprenticeship home ওয়েবসাইটে “Future Prospective at JBIL”।
Click here for Registration : pbssd.gov.in
Click here for 1st time Registration : https://www.pbssd.gov.in/apprenticeship/apprentice_registration
Click here for login of Already Registered Candidates : https://www.pbssd.gov.in/admin/
Also Registered by Scan this QR Code :
আরও পড়ুন : CLW Recruitment 2024 : CLW নিয়োগ 2024 !!! 492 টি শূন্যপদ !!! বিস্তারিত দেখুন !!!